spot_img

ফিলিস্তিনি অর্থমন্ত্রীকে বরখাস্ত করলেন আব্বাস

অবশ্যই পরুন

অর্থমন্ত্রীকে বরখাস্ত করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সোমবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায় তার কার্যালয়। খবর টাইমস অব ইসরায়েলসহ একাধিক গণমাধ্যমের।

বিবৃতিতে জানানো হয়, পরিকল্পনা ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী ওমর বিতারকে বরখাস্ত করা হয়েছে। তার পরিবর্তে নতুন অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এস্টেফান সালাম। তবে এই পরিবর্তনের কারণ জানানো হয়নি।

একজন ফিলিস্তিনি কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, চলতি বছরের শুরুতে প্রবর্তিত নতুন নীতিমালার বাইরে গিয়ে কিছু ফিলিস্তিনি নিরাপত্তা বন্দিকে অর্থ প্রদানের অনুমোদন দিয়েছিলেন সাবেক ওই অর্থমন্ত্রী। পুরোনো নীতিতে কারাদণ্ডের মেয়াদের ভিত্তিতে আর্থিক সহায়তা দেয়া হতো বন্দিদের। এই নীতি পরোক্ষভাবে ইসরায়েলিদের ওপর হামলা চালাতে উৎসাহ দিতো বলে অভিযোগ ছিলো যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের বেশকিছু মিত্র দেশের।

সর্বশেষ সংবাদ

দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করলেন রশিদ

নিজের দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করলেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। প্রথম বিয়ের ১০ মাসের ব্যবধানে দ্বিতীয় বিয়েটি করেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ