নির্বাচনকে সামনে রেখে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। দুই দফায় ৬টি করে দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে ইসি।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলগুলোর হলো, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।
এর মধ্যে প্রথম ৬টি দলের সঙ্গে সকাল ১০টায় আলোচনা শুরু করবে ইসি। যা শেষ হবে বেলা ১২ টায়। এরপর দুই ঘণ্টা বিরতি দিয়ে বাকি ৬টি দলের সঙ্গে আলোচনা শুরু হবে। যা বিকেল ৪টায় শেষ হবে।

