spot_img

আমি ভাগ্যবান যে পুরো জাতিকেই গর্বিত করতে পারি: হামজা চৌধুরী

অবশ্যই পরুন

জাতীয় ফুটবল দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী ফের এসেছেন বাংলাদেশ। এবার নেপাল ও ভারত ম্যাচকে সামনে রেখে। ম্যাচ দুটির আগে আজ মঙ্গলবার (১১ নভেম্বর) এক অনুষ্ঠানে অংশ নেন হামজা।

সেখানেই দেশ ও দেশের প্রতি ভালোবাসার কথা এভাবে বেরিয়ে এলো লেস্টার সিটিতে খেলা এই ফুটবলারের মুখে, ‘আমি বাংলাদেশের হয়ে কয়েক মাস হলো খেলছি। এখনো সত্যি বলতে অবাস্তব মনে হয় এই ভ্রমণটা। আমি শুধু চাই এই দেশের অংশ হয়ে গর্ব করতে এবং যেকোনোভাবে দেশকে প্রতিনিধিত্ব করতে। বিশেষ করে আমার মা–বাবার জন্য।’

হামজা আরও বলেন, ‘আমার বাবা এই দেশেই জন্মেছেন ও বড় হয়েছেন, তাই তাদের মুখে সেই হাসিটা দেখতে পাওয়াটাই আমার আসল প্রাপ্তি। প্রত্যেক সন্তানই চায় তার বাবা-মাকে গর্বিত করতে, আর আমি মনে করি আমি ভাগ্যবান যে পুরো জাতিকেই গর্বিত করতে পারি।’

এ নিয়ে চতুর্থবার বাংলাদেশে এলেন হামজা। লেস্টারের এই ডিফেন্সিভ মিডফিল্ডার ভালোবাসার পাওয়ার বিষয়ে বললেন, ‘আমি যে ভালোবাসা পাই, সেটা আমি খুব ভালোভাবে লালন করি। আমি চেষ্টা করি সেই ভালোবাসা ও সমর্থনটা সবার সঙ্গে ভাগাভাগি করতে। যখনই আমি বাংলাদেশ ছাড়ি, আমার সন্তানেরা বলে, ওরা বাংলাদেশে ফিরতে চায়। ইনশা আল্লাহ, ওরা মার্চে আবার ফিরে আসবে।’

উল্লেখ্য, গতকাল সোমবার ঢাকায় এসে পৌঁছান হামজা চৌধুরী। এএফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে ভারতের বিপক্ষে আগামী ১৮ নভেম্বর ম্যাচের আগে ১৩ নভেম্বর নেপালের সঙ্গে ফিফা প্রীতি ম্যাচেও তার খেলার কথা রয়েছে।

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনার পক্ষে লড়ব না, ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না

গুমের মামলায় শেখ হাসিনার পক্ষে লড়বেন না জানিয়ে ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আইনজীবী জেড আই খান পান্না। বুধবার (৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ