spot_img

বিকেএসপি স্কলারশিপ পাচ্ছে সেই ‘খুদে মেসি’

অবশ্যই পরুন

মাত্র ছয় বছর বয়সেই ফুটবলে কলাকৌশল দেখিয়ে সাড়া ফেলেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছোট্ট ফুটবলার সোহান প্রধানিয়া। স্থানীয় মাঠে কিংবা বাবার সাইকেল মেরামতের দোকানের সামনে যেখানেই বল পায়, সেখানেই পায়ের জাদুতে মুগ্ধ করছে সবাইকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘খুদে মেসি’ হিসেবে পরিচিতি পাওয়ার পর এবার এই ছোট্ট প্রতিভাবান ফুটবলারের জীবনে যুক্ত হলো নতুন অধ্যায় বিকেএসপি স্কলারশিপ।

সোমবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, খুদে ফুটবলার সোহানকে বিকেএসপি স্কলারশিপ দেওয়া হবে। বিকেএসপিতে ভবিষ্যতের জন্য প্রস্তুত হবে সোহান।

এই ঘোষণার মাধ্যমে মতলবের গ্রামীণ শিশু সোহানের সামনে উন্মোচিত হয়েছে দেশের সর্বোচ্চ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে পেশাদার প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ। বিশেষজ্ঞরা বলছেন, এটি গ্রামীণ ক্রীড়া প্রতিভা বিকাশের ক্ষেত্রে এক ঐতিহাসিক দৃষ্টান্ত।

এর আগে, সোহানের ফুটবল নৈপুণ্যের ভিডিও ভাইরাল হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে তার দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তার নির্দেশে দলের কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও সাবেক জাতীয় দলের অধিনায়ক আমিনুল হক সোহানের পাশে দাঁড়ান এবং তার পড়াশোনা ও অনুশীলনের সব খরচ বহন করেন। এই ধারাবাহিকতায় এখন বিকেএসপির সুযোগ পেয়ে নতুনভাবে আলোচনায় এসেছে এই ক্ষুদে ফুটবলার।

সোহানের বাবা মো. সোহেল প্রধান বলেন, আমি গরিব মানুষ, কিন্তু ছেলেকে কখনও থামাইনি। এখন অনেকেই পাশে এসেছে। আল্লাহর রহমতে আমার ছেলে একদিন দেশের নাম উজ্জ্বল করবে।

স্থানীয় প্রশাসনও পাশে থাকার আশ্বাস দিয়েছে। মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, আমরা গর্বিত যে মতলবের একটি শিশু এখন বিকেএসপিতে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সোহানের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

সোহানের বিকেএসপি স্কলারশিপের খবর ছড়িয়ে পড়তেই মতলবজুড়ে অভিনন্দনের ঢল নেমেছে। স্থানীয় শিক্ষক, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা মনে করছেন,সোহানের মতো গ্রামীণ প্রতিভারাই একদিন দেশের ফুটবলে নতুন ইতিহাস গড়বে।

এখন সেই খুদে ফুটবলারের মুখে একটাই স্বপ্নের কথা,আমি মেসির মতো খেলোয়াড় হতে চাই, বাংলাদেশের হয়ে খেলতে চাই।

সর্বশেষ সংবাদ

ভারতীয় মিডিয়ায় ধর্মেন্দ্রর ‘মৃত্যুর’ খবরে চটেছেন স্ত্রী হেমা মালিনী

বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়। প্রবীণ এই তারকা ভেন্টিলেশনে আছেন এবং...

এই বিভাগের অন্যান্য সংবাদ