spot_img

পিছিয়ে নতুন তারিখে অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম

অবশ্যই পরুন

আগামী ১৯ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। পাঁচ দলের আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল খেলোয়াড়দের নিলাম। তবে পিছিয়ে যাচ্ছে নিলামের সেই তারিখ। জানা গেছে, ২১ নভেম্বর হতে পারে বিপিএলের নিলাম।

২০১২ সালে শুরু হওয়া বিপিএলের প্রথম দুই আসরে খেলোয়াড় বাছাই হয়েছিল নিলামের মাধ্যমে। পরে ২০১৫ সালের আসর থেকে চালু হয় ড্রাফট পদ্ধতি। তবে এবার ফ্র্যাঞ্চাইজিগুলোর দাবি মেনে নিয়ে আসন্ন বিপিএলের আগে নিলাম আয়োজন করতে যাচ্ছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।

এদিকে অর্থনৈতিক স্বচ্ছতাসহ বিভিন্ন বিষয় আমলে নিয়ে বিপিএলের আগামী আসরের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বিসিবি। আগের মতোই রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে টগি স্পোর্টস ও ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)।

তাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে তিনটি প্রতিষ্ঠান। চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব পেয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিস। রাজশাহী ওয়ারিওয়ার্সের মালিকানা দেয়া হয়েছে নাবিল গ্রুপকে। এ ছাড়া সিলেট টাইটান্সের মালিকানা পেয়েছে ক্রিকেট উইথ সামি।

ক’দিন আগেই তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে মালিকানা বদলে গেলেও কোনো ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন করা যাবে না। মালিকপক্ষের সঙ্গে আলোচনা শেষে নতুন ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম চূড়ান্ত করেছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। এরই মধ্যে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

সর্বশেষ সংবাদ

বিকেএসপি স্কলারশিপ পাচ্ছে সেই ‘খুদে মেসি’

মাত্র ছয় বছর বয়সেই ফুটবলে কলাকৌশল দেখিয়ে সাড়া ফেলেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছোট্ট ফুটবলার সোহান প্রধানিয়া। স্থানীয় মাঠে...

এই বিভাগের অন্যান্য সংবাদ