spot_img

গার্দিওলার হাজারতম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানচেস্টার সিটি

অবশ্যই পরুন

পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারের একহাজার তম ম্যাচে তার দল ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগে দারুণ এক জয় পেয়েছে। ইত্তিহাদ স্টেডিয়ামে সিটিজেনরা শক্তিশালী লিভারপুলকে ৩-০ গোলে পরাজিত করেছে।

এই জয়ের ফলে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল। টেবিল টপার আর্সেনালের চেয়ে তারা ৪ পয়েন্টে পিছিয়ে রয়েছে।

ম্যাচের শুরুতেই ত্রয়োদশ মিনিটে পেনাল্টি থেকে ম্যানসিটির এগিয়ে যাওয়ার সুযোগ এলেও, লিভারপুল গোলকিপার জর্জি মামারদাশভিলি আর্লিং হলান্ডের নিচু শট ঠেকিয়ে দেন। তবে ২৯ মিনিটে আর সিটিকে রুখতে পারেনি লিভারপুল। মাতেউস নুনেসের ক্রসে হেডে বল জালে জড়িয়ে চলতি মৌসুমে লিগে নিজের ১৪তম গোল করেন হলান্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে দূরপাল্লার শটে ব্যবধান ২-০ করেন নিকো গনসালেস।

দ্বিতীয়ার্ধে লিভারপুল লড়াইয়ে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয়। ৬৩ মিনিটে ডোকুর গোলে ব্যবধান আরও বাড়ে। গনসালেসের কাছ থেকে বল পেয়ে ডান পায়ের শটে জালে বল জড়ান জেরেমি ডোকু। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

সর্বশেষ সংবাদ

শাকিব খানের ‘প্রিন্স’র জন্য অমিতাভ বচ্চনের শুভকামনা

সম্প্রতি আলোচনায় এসেছে পরিচালক আবু হায়াত মাহমুদ পরিচালিত আসন্ন সিন ‘প্রিন্স’। ঢালিউডের মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে নির্মিত এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ