spot_img

আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়ায় তরুণীর নামে মামলা করলেন অভিনেত্রী অনুপমা

অবশ্যই পরুন

আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এর আগে শোবিজ ইন্ডাস্ট্রির অনেক তারকারই আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে বিভিন্ন সময় সমালোচনাও হয়েছে। এমনকি আইনি পদক্ষেপ নেয়ার ঘটনাও ঘটেছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির বহুল পরিচিত অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, অভিনেত্রী অনুপমার বিকৃত ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়ার কারণে আইনি ব্যবস্থা নিয়েছেন তিনি। এ ব্যাপারে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি বিবৃতিও দিয়েছেন দক্ষিণী এই তারকা।

জানা গছে, কেরালার সাইবার ক্রাইম ইউনিটে মামলা করেছেন অনুপমা। তামিল নাড়ুর একজন তরুণী মেয়ে তার আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। অভিযুক্ত মেয়ের বয়স ২০ বছর। এ কারণে তার নাম প্রকাশ করেননি অভিনেত্রী।

অনুপমা তার বিবৃতিতে বলেন, কয়েকদিন আগে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেখতে পাই বিষয়টি। একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আমার পরিবার, বন্ধু ও সহ-অভিনেতাদের সম্পর্কে অশালীন ও মিথ্যা কনটেন্ট ছড়ানো হচ্ছে। পোস্টটিতে বিকৃত ছবি এবং ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত এবং এই হয়রানি কষ্টদায়ক।

আইনি পদক্ষেপ নেয়ার ব্যাপারে তিনি বলেন, বিষয়টি জানার পরই অভিযোগ দায়ের করেছি। সাইবার ক্রাইম পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। অভিযুক্তকে শনাক্ত করেছে তারা।

তবে অভিযুক্ত মেয়ে কম বয়সী হওয়ায় তার নাম প্রকাশ করা হয়নি। এ ব্যাপারে অভিনেত্রী অনুপমা বলেন, আমি চাই না ওই মেয়ের ভবিষ্যৎ বা মানসিক শান্তি নষ্ট হয়ে যাক। কিন্তু আমরা আইনি পদক্ষেপ নিয়েছি। অভিযুক্তকে তার অপরাধের শাস্তি ভোগ করতে হেব।

প্রসঙ্গত, ২০১৫ সালে ‘প্রেমাম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন অনুপমা। প্রথম সিনেমাতেই বাজিমাত হয়। এ পর্যন্ত তার অভিনীত ৩০টি সিনেমা মুক্তি পেয়েছে। সেসবের অধিকাংশই সাড়া ফেলেছে বক্স অফিসে।

সর্বশেষ সংবাদ

পুতিনকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন মোদি

২৭ ঘণ্টার এক সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম ভারত সফরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ