রিয়াল মাদ্রিদের পয়েন্ট হারানোর দিন দারুণ এক জয় পেয়েছে বার্সেলোনা। সেল্টা ভিগোর মাঠে ৪-২ গোলে জিতেছে বার্সেলোনা। হ্যাটট্রিক করেছেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। সেল্টা ভিগোর মাঠ এস্তাদিও আবানকা বালাইদোসে প্রথম হাফেই পাঁচ গোল হয়। দশম মিনিটে বার্সেলোনাকে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন লেভা। তবে তার পরের মিনিটেই সমতায় ফেরে সেল্টা। ইগলাসিয়াসের পাস থেকে গোল করেন সার্জিও ক্যারেরা।
৩৭তম মিনিটে আবারও এগিয়ে যায় বার্সা। নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন লেভানডোভস্কি। তবে সেল্টাও বেশিক্ষণ নেয়নি সমতায় ফিরতে। ৪৩তম মিনিটে প্রথম গোলের সহায়ক ইগলাসিয়াস এবার নিজেই গোল করেন।
কিন্তু প্রথম হাফে লিড নিয়েই বিরতিতে যায় বার্সেলোনা। প্রথমার্ধে যোগ করা সময়ে ইয়ামাল গোল করলে ম্যাচে তৃতীয়বারের মতো লিড নেয় বার্সা।
বিরতির পর আর কোনো সুযোগ পায়নি স্বাগতিকরা। ৭৩তম মিনিটে লেভা তার হ্যাটট্রিক পূর্ণ করে আর বার্সেলোনার জয় নিশ্চিত করেন। ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এলো বার্সেলোনা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে রয়েছে সেল্টা ভিগো।

