spot_img

উচ্চারণের জন্য বিদ্রূপ, এআইয়ের কণ্ঠস্বর এখন দীপিকার

অবশ্যই পরুন

দীপিকা পাডুকোন, বলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নায়িকা! অথচ একটা সময় ছিলো যখন নিজের উচ্চারণের জন্য ঠাট্টার শিকার হয়েছিলেন তিনি। কণ্ঠস্বর নিয়ে ঠাট্টা, মজা করা সেই নায়িকা এবার প্রবেশ করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জগতে।

মেটা এআইয়ের নতুন কণ্ঠ হিসেবে একাধিক দেশে তিনি যুক্ত হয়েছেন। সিএনবিসির গ্লোবাল লিডারশিপ সামিটে বক্তব্য রাখতে গিয়ে দীপিকা এই অনুভবকে বলেছেন, ‘একটি রোমাঞ্চকর নতুন যাত্রা।’

শুরুর দিকের সময়ের স্মৃতিচারণা করে অভিনেত্রী জানান, তার যেই কণ্ঠস্বর একসময় উপহাসের পাত্র ছিলো, আজ সেটিই বিশ্বমঞ্চে উদযাপিত হচ্ছে।

তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি মেটা এআইয়ের কণ্ঠস্বর। কিন্তু একটা সময় ছিলো যখন বলিউডে আমি সদ্য পথচলা শুরু করেছি। সেই সময় ভীষণভাবে আমার কণ্ঠস্বর, আমার উচ্চারণ নিয়ে ঠাট্টা করা হতো।

সময়ের সঙ্গে সঙ্গে সেসব বদলেছে। আমার কাছে এমন একটা সুযোগ এসেছে। আমাকে এই সবটাই অর্জন করতে হয়েছে। এমন অনেক কিছুই আমার সঙ্গে হয়েছে, যা আমাকে নীরবে লড়াই করে অর্জন করতে হয়েছে, জিততে হয়েছে। কাজেই এগুলো আমার কাছে নতুন কিছু নয়।’

দীপিকা আরো বলেন, ‘আমার মনে হয় এআই মানুষের অনেক কিছু নিয়ে নিলেও যা কখনো নিতে পারবে না, তা হলো মানুষের আবেগ ও অনুভূতি। এই একটা জিনিসই রয়েছে, যা শুধু মানুষের।’

উল্লেখ্য, ২০০৭ সালে ফারাহ খান পরিচালিত ‘ওম শান্তি ওম’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটে দীপিকা পাডুকোনের। অভিনয় দক্ষতায় ইন্ডাস্ট্রিতে পোক্ত করে নিয়েছেন নিজের অবস্থান। প্রায় দেড় যুগের ক্যারিয়ার তার, এখন তিনি ৫০০ কোটিরও বেশি রুপির মালিক।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ সংবাদ

‘মেয়ের কিডনি এখন আমার শরীরে’—বাবার অশ্রুসিক্ত স্মৃতিচারণ

ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি সাংবাদিক মরিয়াম আবু দাক্কার স্মৃতি এখনও তার বাবা রিয়াদ মোহাম্মদ আবু দাক্কার দেহে বেঁচে আছে,...

এই বিভাগের অন্যান্য সংবাদ