spot_img

পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে আগামী সরকার: অর্থ উপদেষ্টা

অবশ্যই পরুন

অন্তর্বর্তীকালীন সরকার নতুন পে স্কেল ঘোষণার জন্য জাতীয় বেতন কমিশন গঠন করলেও, এই স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত তারা নেবে না। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ রোববার (০৯ নভেম্বর) সচিবালয়ে একাধিক বৈঠক শেষে সাংবাদিকদের নিশ্চিত করেছেন, নতুন পে স্কেলের বাস্তবায়ন এবং এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আগামী নির্বাচিত সরকারই গ্রহণ করবে।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কর্তৃক নির্বাচনের যে ঘোষণা দেওয়া হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী সরকারই বেতন কাঠামো নির্ধারণের দায়িত্ব নেবে।

এদিকে, জাতীয় বেতন কমিশন আগামী ডিসেম্বর, ২০২৫ মাসের মধ্যে তাদের চূড়ান্ত সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা পরবর্তীতে নির্বাচিত সরকার পর্যালোচনা ও কার্যকর করবে।

সর্বশেষ সংবাদ

সাধারণ মানুষ গণভোট-সনদ বোঝে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েকটি দল বলছে- নির্বাচনের আগে গণভোট হতে হবে। আমরা বলেছি- গণভোট হবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ