টপ অর্ডারের পর মিডল অর্ডারেও ব্যর্থ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। তবে শেষদিকে রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গারের রেকর্ড জুটিতে জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল ক্যারিবিয়ানরা। কিন্তু স্নায়ুচাপ ধরে রেখে শেষ পর্যন্ত ৯ রানের রুদ্ধশ্বাস জয় তুলে নেয় স্বাগতিক নিউজিল্যান্ড।
রোববার (৯ নভেম্বর) নেলসনের সাক্সটন ওভাল মাঠে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৭ রান তোলে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৬ রানের বেশি করতে পারেনি সফরকারীরা। তাতে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে যায় কিউইরা।
নিউজিল্যান্ডের একপেশে জয়ে ম্যাচ শেষ হতে পারত। কিন্তু ৮৮ রানে ৮ উইকেট পড়ার পর রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গার ধ্বংসস্তুপ থেকে ক্যারিবিয়ানদের টেনে তোলেন। নবম উইকেটে দুজনের জুটিতে আসে ৭৮ রান, যা টেস্ট খেলুড়ে দলের মধ্যে নবম উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড।
শেষ দুই ওভারে লক্ষ্য তারা ২৪ রানে নামিয়ে এনেছিলেন। শেষের আগের ওভারে টানা ছয়-চার মেরে নিউজিল্যান্ডকে ভয় ধরিয়ে দেন শেফার্ড। তবে শেষ বলে জ্যাকব ডাফি ফিরতি ক্যাচে স্প্রিঙ্গারকে (৩৯) ফেরালে ম্যাচ ঘুরে যায় স্বাগতিকদের দিকে।
শেষ ওভারে ১২ রান দরকার ছিল। জেমিসন নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ২ রান দিয়ে শেষ বলে শেফার্ডকে ৪৯ রানে নিজের শিকার বানান। ইশ সোধি ও ডাফি দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন ভেঙে দিয়েছিলেন। দুজনেই নেন তিনটি করে উইকেট নেন।
এর আগে, প্রথমে ব্যাটিং করতে নামা নিউজিল্যান্ডের ডেভিড কনওয়ে দলের পক্ষে ৩৪ বলে ৬ চার ও ২ ছয়ে ৫৬ রান করেন। ড্যারিল মিচেল ২৪ বলে ২ চার ও ৩ ছয়ে ৪১ রান করেন। রাচিন রবীন্দ্র ২৬ ও টিম রবিনসন ২৩ রান। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ও ম্যাথু ফোর্ড নেন দুটি করে উইকেট।

