রাজশাহীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও মাদকসহ ২১ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। আজ রোববার (৯ নভেম্বর) দুপুর পর্যন্ত এই অভিযান চলবে বলে জানা গেছে।
জানা গেছে, সম্প্রতি কাকন বাহিনীর বিরুদ্ধে হত্যা, গুলি, অপহরণ, চাঁদাবাজি, চরের বালু ও ফসল লুটের অভিযোগ অপহরণ, চাঁদাবাজিসহ বেশকিছু অভিযোগ এসেছে। তাই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, কাকন বাহিনীর ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, দেশি অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিটসহ এই অভিযানে ১২০০ সদস্য অংশ নিয়েছেন। বিকেলে ডিআইজি কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর চরে ফসল কাটাকে কেন্দ্র করে কাকন বাহিনীর গুলিতে ৩ জন কৃষক নিহত হন।

