spot_img

এশিয়ার আরচ্যারির সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের চপল

অবশ্যই পরুন

বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল এবার ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন। আজ (শনিবার) রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার কংগ্রেসে তিনি এই গৌরব অর্জন করেন।

এই জয়ের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের গন্ডি পেরিয়ে বিশ্ব আরচ্যারি সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন। তিনি দুই মেয়াদে ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার প্রথম সহ-সভাপতি ছিলেন। এবার তিনি ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার সভাপতি হয়েছেন।

সভাপতি পদে চপলের প্রতিদ্বন্দ্বী ছিলেন দক্ষিণ কোরিয়ার চুং ইউ সান, যিনি হুন্দাই গ্রুপের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এশিয়ান আরচ্যারির কয়েক মেয়াদে সভাপতি ছিলেন। অনলাইন ভোটিংয়ে চুং ৯ ভোট পেলেও, চপল পান ২৯ ভোট।

বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত হওয়ায় ইন্টারকন্টিনেন্টাল হলে উপস্থিত সকলের মধ্যে আনন্দের ঢেউ নামে। চপল এর আগে দুই মেয়াদে ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার প্রথম সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি সংগঠক হওয়ার পাশাপাশি আরচ্যারি খেলার পৃষ্ঠপোষকতাও করেন

সর্বশেষ সংবাদ

জানুয়ারিতেই চ্যাম্পিয়নস লিগে ফিরছেন মেসি!

ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত এক মৌসুম শেষ করার পথে লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) গোলের রাজা হয়েছেন, দলকেও...

এই বিভাগের অন্যান্য সংবাদ