spot_img

বৈষম্যবিরোধী আইন দেখতে চায় নাগরিক প্ল্যাটফর্ম: ড. দেবপ্রিয়

অবশ্যই পরুন

নাগরিক প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী আইন দেখতে চায় বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

আজ শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক প্ল্যাটফর্ম-এর আয়োজনে একটি বৈষম্যবিরোধী আইন প্রবর্তন বিষয়ক নাগরিক সংলাপ সভায় তিনি এ কথা বলেন।

ড. দেবপ্রিয় বলেন, বর্তমান সরকার যতদিন আছেন তার মধ্যেই বৈষম্যবিরোধী আইন বাস্তবায়নের অধ্যাদেশ জারি করা প্রয়োজন। সেই সাথে অধ্যাদেশটি নির্বাচনী ইশতেহারে যোগ করার আহ্বান জানান তিনি।

একই সাথে বৈষম্যবিরোধী দেশ গড়তে নীতিনির্ধারণ আইনের পাশাপাশি রাখতে হবে বলেও মন্তব্য করেন ড. দেবপ্রিয়।

সর্বশেষ সংবাদ

‘স্ট্রেঞ্জার থিংস ৫’ মুক্তি পেতেই ক্র্যাশ করল নেটফ্লিক্স

অবশেষে মুক্তি পেয়েছে ‘স্ট্রেঞ্জার থিংস ৫’। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের ডাফার ব্রাদার্স পরিচালিত জনপ্রিয় এই সিরিজটির প্রথম পর্ব আনুষ্ঠানিকভাবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ