ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শুক্রবার রোমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের দুই রাষ্ট্রভিত্তিক সমাধান নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি বলেন, “আমাদের আলোচনায় আমি গাজায় যুদ্ধবিরতি শক্তিশালী করা এবং পুনর্গঠন প্রক্রিয়া দ্রুত শুরু করার ওপর জোর দিয়েছি।”
তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের প্রয়োজন রয়েছে। সেইসঙ্গে হামাসের নিরস্ত্রীকরণের কথাও তুলে ধরেন মেলোনি। তার ভাষায়, “হামাসের ফিলিস্তিনে ভবিষ্যতে কোনো ভূমিকা থাকা উচিত নয়।”
ইতালির প্রধানমন্ত্রী বলেন, গাজার সাধারণ মানুষের মানবিক সহায়তায় তাদের দেশ অবিচলভাবে কাজ করে যাচ্ছে। “ফুড ফর গাজা” উদ্যোগ, চিকিৎসা সহায়তা ও “ইউনিভার্সিটি করিডর” কর্মসূচির পাশাপাশি প্যালেস্টাইন পুলিশ প্রশিক্ষণ ও প্রশাসনিক সংস্কারেও ইতালি সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, “দুই রাষ্ট্রভিত্তিক স্থায়ী রাজনৈতিক সমাধানের পথে অগ্রসর হওয়ার প্রয়োজনীয়তা আমরা আবারও জোর দিয়ে বলেছি। ফিলিস্তিন কর্তৃপক্ষের অগ্রাধিকারের ভিত্তিতে ইতালি মানবিক সহায়তা ও পুনর্গঠন তহবিলের একটি প্যাকেজ প্রস্তুত করছে, যা মিসরে অনুষ্ঠিতব্য গাজা কনফারেন্সে উপস্থাপন করা হবে।”
এর আগে, মাহমুদ আব্বাস ইতালির প্রেসিডেন্ট সেরজিও মাত্তারেল্লার সঙ্গে কুইরিনাল প্রাসাদে বৈঠক করেন। ইতালির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনসা জানায়, প্রেসিডেন্ট মাত্তারেল্লা বলেছেন, “ফিলিস্তিন ন্যাশনাল অথরিটি ইতালি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার।”
এ ছাড়া বৃহস্পতিবার আব্বাস ভ্যাটিকানে পোপ লিওর সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করেন। সেখানে তারা গাজায় দ্রুত মানবিক সহায়তা প্রবেশের প্রয়োজনীয়তা এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধান অর্জনের পথ নিয়ে আলোচনা করেন।
সূত্র: আনাদোলু এজেন্সি

