মালয়ালম সিনেমায় আবারও বক্স অফিসে ঝড় তুলেছে ‘ডায়েস ইরায়ে’। গত ৩১ অক্টোবর মুক্তির পর মাত্র এক সপ্তাহেই ছবিটি বিশ্বজুড়ে ৫০ কোটি রুপি আয় করেছে। খবর হিন্দুস্তান টাইমসের। এই সিনেমার আগে এই ধার অব্যাহত রেখেছিল ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’।
‘ডায়েস ইরায়ে’ ছবিটি পরিচালনা করেছেন রাহুল সদাশিবন। এতে অভিনয় করেছেন প্রণব মোহনলাল, যিনি সুপারস্টার মোহনলাল–এর ছেলে। প্রণব অভিনয় করেছেন রোহান নামে এক স্থপতির চরিত্রে, যে নিজের বাড়িতে রহস্যময় অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি হয়।
এই ছবির মাধ্যমে প্রণব হয়েছেন মালয়ালম ইন্ডাস্ট্রির দ্বিতীয় অভিনেতা, যার টানা তিনটি সিনেমা ৫০ কোটির বেশি আয় করেছে। এর আগে তাঁর ‘হৃদয়ম’ ও ‘বর্ষঙ্গলক্কু শেশম’ ছবিও সাফল্য পেয়েছিল। ঠিক যেমনভাবে তার বাবা মোহনলাল ‘হৃদয়পুরভম, ‘এমপুরান’ ও ‘থুদারুম’ ছবির মাধ্যমে এই রেকর্ড গড়েছিলেন, প্রণবও এখন সেই ধারার উত্তরসূরি।
ছবিতে আরও অভিনয় করেছেন জয়া কুরূপ ও জিবিন গোপীনাথ।
দর্শক ও সমালোচকরা বলছেন, ছবির ভয়াবহ পরিবেশ, চমৎকার গল্প আর প্রণবের অভিনয়—সব মিলিয়ে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম জনপ্রিয় হরর থ্রিলার।

