spot_img

ছেলের মা হলেন ক্যাটরিনা কাইফ

অবশ্যই পরুন

মা হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আজ শুক্রবার (৭ নভেম্বর) সকালে তিনি এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। খবরটি নিশ্চিত করেছেন তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত এক যৌথ বিবৃতির মাধ্যমে।

বিবৃতিতে তারা লিখেছেন— “আমাদের জীবনে আনন্দের উপলক্ষ এসেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই।”

পোস্টটিতে বাবা-মা হওয়ার অপার আনন্দ প্রকাশের পাশাপাশি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন এই তারকা দম্পতি।

উল্লেখ্য, ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বিয়ের পর থেকেই তাদের প্রেম, দাম্পত্য জীবন, একসঙ্গে ভ্রমণ ও জনসমক্ষে উপস্থিতি বারবার সংবাদ শিরোনাম হয়েছে।

গত সেপ্টেম্বর মাসে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবরটি শেয়ার করে জানিয়েছিলেন ভিকি-ক্যাটরিনা দম্পতি যে তারা মা-বাবা হতে চলেছেন। এরপর থেকেই বলিউডপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সেই বিশেষ দিনের জন্য।

সোশ্যাল মিডিয়ায় ‘ভিকি-ক্যাট’-এর ঘরে নতুন অতিথি আগমনের খবরে চলছিল নানা জল্পনা ও আলোচনা। আজ সেই অপেক্ষার অবসান হলো।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ সংবাদ

পোস্টাল ব্যালট নিয়ে কোনো অনিয়ম হলে ছাড় নেই: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, পোস্টাল ব্যালট নিয়ে কোনো ধরনের অনিয়মের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ