spot_img

জাকার্তায় জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, আহত অর্ধশতাধিক

অবশ্যই পরুন

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের সময় একটি স্কুলের মসজিদে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষকসহ কমপক্ষে ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জাকার্তা গ্লোব পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, উত্তর জাকার্তার স্টেট সিনিয়র হাই স্কুলে দুপুর ১২টা ৩০ মিনিট নাগাদ এই বিস্ফোরণগুলো ঘটে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নগর পুলিশের প্রধান আসেপ এদি সুহেরি জানিয়েছেন, বিস্ফোরণের কারণ এখনো অজানা এবং এই ঘটনা তদন্ত করা হচ্ছে।

সুহেরি নিশ্চিত করেছেন, “এখন পর্যন্ত ৫৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের ছোটখাটো, অনেকের গুরুতর আঘাত লেগেছে। অনেকের শরীরে পুড়েও গেছে।”

স্থানীয় টিভি চ্যানেলগুলোর ফুটেজে স্কুলের চারপাশে পুলিশ এবং অ্যাম্বুলেন্সের ভিড় দেখা গেলেও, মসজিদের ছবিতে কোনো ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা যায়নি।

সর্বশেষ সংবাদ

সর্বাধিক জাতীয় পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বাংলাদেশের

বিজয় দিবসে আকাশে ৫৪টি জাতীয় পতাকা উড়িয়ে বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি এ তথ্য জানায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ