spot_img

ফোডেনের তাণ্ডবে ডর্টমুন্ডকে গুঁড়িয়ে দিল ম্যানসিটি

অবশ্যই পরুন

ফিল ফোডেনের জাদুকরী পারফরম্যান্সে এবং আর্লিং হালান্ডের নিখুঁত ফিনিশিংয়ে ভর করে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নস লিগে দাপুটে এই জয়ের সঙ্গে থেমে গেল জার্মান ক্লাবটির অপরাজিত থাকার ধারাও।

ইতিহাদ স্টেডিয়ামে শুরু থেকেই খেলার নিয়ন্ত্রণ নেয় সিটি। ম্যাচের ২২ মিনিটে তিজিয়ানি রেইন্ডার্সের থ্রু পাসে ডর্টমুন্ডের রক্ষণভাগ ভেদ করে বাঁ পায়ের দারুণ কার্লিং শটে গোলের সূচনা করেন ফিল ফোডেন।

মাত্র সাত মিনিট পরই সাবেক ক্লাবের বিপক্ষে গোলের দেখা পান আর্লিং হালান্ড। জেরেমি ডকুর কাটব্যাক থেকে এক টাচে বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন নরওয়েজিয়ান তারকা।

প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় সিটি। তবে বিরতির পর আবারও আলো ছড়ান ফোডেন। ৫৭ মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে আগের মতোই নিচের-বাম কোণে নিখুঁত শটে নিজের দ্বিতীয় গোল করেন এই ইংলিশ তারকা।

৭২ মিনিটে ডর্টমুন্ডের অ্যান্টন নিচু শটে গোল করে ব্যবধান কমান। কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটেই রায়ান চেরকির ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে ৪-১ ব্যবধান নিশ্চিত করে সিটি।

ফোডেন এই ম্যাচে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন—চ্যাম্পিয়নস লিগে তার এটি ২০তম গোল। এছাড়া ২০২৩-২৪ মৌসুমের শুরু থেকে বক্সের বাইরে থেকে তিনি করেছেন ১০ গোল, যা ইংলিশ ক্লাবগুলোর খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ।

অন্য দিকে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে হালান্ডের গোলসংখ্যা এখন ১৮, এর কোনোটিই পেনাল্টি থেকে নয়।

সর্বশেষ সংবাদ

১৬ নভেম্বর এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

চলতি ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে আগামী ১৬ নভেম্বর (রোববার)। সেদিন সকাল...

এই বিভাগের অন্যান্য সংবাদ