spot_img

ঢাকায় আসছে জাতিসংঘের প্রতিনিধিদল

অবশ্যই পরুন

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা পেছানোর দাবিতে ব্যবসায়ীদের বাড়তি উদ্বেগের প্রেক্ষাপটে বাংলাদেশে আসছে জাতিসংঘের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। তারা পরিস্থিতি সরেজমিনে মূল্যায়ন করবেন।

ব্যবসায়ীদের আশঙ্কা, এলডিসি থেকে বেরিয়ে গেলে রপ্তানি খাত বড় ধরনের ধাক্কা খেতে পারে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্যসহ প্রধান বাজারগুলোতে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা হারালে রপ্তানি আয় ৬ থেকে ১৪ শতাংশ পর্যন্ত হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে।

এই প্রেক্ষাপটে জাতিসংঘের স্বল্পোন্নত দেশবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের কার্যালয়ের পরিচালক রোনাল্ড মোলেরুসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগামী ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ঢাকা সফরে আসছেন।

সফরকালে দলটি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বাণিজ্য ও শিল্প সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবে। এসব বৈঠকে তারা বাংলাদেশের এলডিসি উত্তরণ-পরবর্তী প্রস্তুতি, সম্ভাব্য চ্যালেঞ্জ ও নীতিগত সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

সর্বশেষ সংবাদ

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের হার

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরেছে বাংলাদেশ। আইরিশদের দেয়া ১৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৪২ রানেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ