spot_img

অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.১৭ শতাংশ

অবশ্যই পরুন

দেশে সামান্য কমেছে সার্বিক মূল্যস্ফীতি। অক্টোবর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি নেমে এসেছে ৮ দশমিক ১৭ শতাংশে, যা সেপ্টেম্বর মাসে ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ। খাদ্যপণ্যের দাম কিছুটা কমায় সামগ্রিক মূল্যস্ফীতি হ্রাস পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বুধবার (৫ নভেম্বর) প্রকাশিত বিবিএসের মাসিক ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ০৮ শতাংশে। সেপ্টেম্বর মাসে এই হার ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ। তবে একই সময়ে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ১৩ শতাংশ, যা আগের মাসে ছিল ৮ দশমিক ৯৮ শতাংশ।

বিবিএস জানায়, গ্রামীণ এলাকায় অক্টোবরে মূল্যস্ফীতি কিছুটা কমে ৮ দশমিক ১৬ শতাংশে নেমে এসেছে। তবে শহরাঞ্চলে তা বেড়ে হয়েছে ৮ দশমিক ৩৩ শতাংশ। গ্রামে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ৬ দশমিক ৯৪ শতাংশ এবং খাদ্যবহির্ভূত ৯ দশমিক ৪১ শতাংশ। অন্যদিকে শহরে খাদ্যপণ্যে ৭ দশমিক ৪৫ শতাংশ ও খাদ্যবহির্ভূত পণ্যে ৮ দশমিক ৫১ শতাংশ মূল্যস্ফীতি দেখা গেছে।

গত বছরের একই সময়ে (অক্টোবর ২০২৪) দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে তা কমেছে প্রায় দুই দশমিক ৭ শতাংশ পয়েন্ট। তখন খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৬৬ শতাংশ, যা এ বছরে নেমে এসেছে ৭ দশমিক ০৮ শতাংশে।

চলতি (২০২৫-২৬) অর্থবছরের জাতীয় বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬ দশমিক ৫ শতাংশ। এ লক্ষ্যে সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। তবে এখনো মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার ওপরে অবস্থান করছে।

অর্থনীতিবিদদের মতে, খাদ্যপণ্যের দামে কিছুটা স্বস্তি এলেও খাদ্যবহির্ভূত খাতে মূল্যবৃদ্ধি অব্যাহত থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমার সম্ভাবনা এখনই দেখা যাচ্ছে না।

সর্বশেষ সংবাদ

দেশে দারিদ্র্যসীমার নিচে যাওয়ার ঝুঁকিতে এক-তৃতীয়াংশ মানুষ: বিশ্বব্যাংক

বাংলাদেশে প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ যা দেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো অপ্রত্যাশিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ