ভারতীয় অভিনেত্রী শামিম আকবর আলীকে নিয়ে গতকাল থেকেই আলোচনা চলছে। মুম্বাইয়ের মিরা রোডে নিজের পাঁচ বছর বয়সি সন্তানের সামনেই রাস্তায় শারীরিক হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী শামিম আকবর আলী। ফ্রিপ্রেস জার্নাল থেকে জানা যায় গত ১ নভেম্বর বিকেলে ঘটে যাওয়া এই ঘটনা ঘটেছে। অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এ বিষয়ে কথা বলেন। এ নিয়ে কাশিমিরা থানায় মামলা করা হয়েছে এবং পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
শামিম জানান, সেদিন দুপুরে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে সমস্যার সূত্রপাত। তিনি অটোরিকশাচালককে স্কুলের সামনে গাড়ি থামাতে বললে চালক হঠাৎ রেগে গালাগাল শুরু করেন। দ্রুত ভাড়া চাইতে চাইতে তিনি জানান, তাড়াহুড়ো আছে। পরিস্থিতি সামাল দিতে শামিম মেয়েকে কোলে নিয়ে একই রিকশায় ওঠেন এবং চালককে তাদের বাড়ি পৌঁছে দিতে অনুরোধ করেন।
বাড়ির গেটের কাছে পৌঁছে উত্তেজনা আরও বাড়ে। মেয়ের অনুরোধে অন্যদিকে ঘুরে যাওয়ার কথা তিনি চিন্তা করলেও শেষ পর্যন্ত অন্য রিকশায় যাওয়ার সিদ্ধান্ত নেন। ঠিক সেই মুহূর্তে, নামতে না নামতেই চালক আচমকা আক্রমণাত্মক হয়ে ওঠে। শামিম জানান, চালক পেছন থেকে তার ডান হাত ধরে মচকে দেন সেসময় তার ছোট মেয়ে পাশে বসেই সব দেখছিল।
ঘটনার পরপরই শামিম কাশিমিরা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তার বয়ান নেয়া হয়েছে এবং পুলিশ অভিযুক্ত রিকশাচালকের পরিচয় শনাক্ত করতে রিকশার নম্বর সংগ্রহ করেছে। থানার এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, অভিযুক্তকে খুঁজে বের করতে তদন্ত চলছে।

