spot_img

নির্বাচনের বৈধতা ও সনদের ভিত্তি পেতে আগে গণভোট হতে হবে: জামায়াত আমির

অবশ্যই পরুন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের ভিত্তি পেতে আগে গণভোট হতে হবে বলে এমন দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ সময় ভোটে আওয়ামী লীগের অংশ নেয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর বলেন, আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে না হলে নানা বিশৃঙ্খলা হওয়ার সুযোগ তৈরি হবে। নির্বাচন আয়োজনের বৈধতা ও জুলাই সনদের আইনী ভিত্তির জন্য আগে গণভোটের আয়োজনের আহ্বান জানান।

আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই মন্তব্য করে জামায়াতের আমির বলেন, দলটি কখনোই নির্বাচনমুখী ছিল না।

প্রসঙ্গত, তৃতীয় মেয়াদে জামায়াতের আমীর নির্বাচিত হওয়ার পর দুই দিনের সফরে নিজ এলাকা সিলেটে যান ডা. শফিকুর রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে ভিড় করেন নেতাকর্মীরা।

সর্বশেষ সংবাদ

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল: অ্যাটর্নি জেনারেল

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বুধবার (০৫ নভেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ