spot_img

এনসিপিসহ তিন দলের নিবন্ধনে ইসির গণবিজ্ঞপ্তি

অবশ্যই পরুন

জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) নতুন নিবন্ধন পাওয়া তিনটি রাজনৈতিক দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। অপর দুই রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আমজনগণ পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। এসব দলের নিবন্ধনের বিষয়ে কারও আপত্তি থাকলে আগামী ১২ নভেম্বরের মধ্যে যে কেউ জানাতে পারবে।

গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দলগুলোর মধ্যে এনসিপিকে ‘শাপলা কলি’, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) ‘কাঁচি’ ও আমজনগণ পার্টিকে ‘হ্যান্ডশেক’ প্রতীক দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিগুলোতে বলা হয়, রিপ্রেজেন্টেশন অব পিপল অর্ডার, ১৯৭২ (পিও নং ১৫৫) এর পরিচ্ছেদ ৬এ-এর আওতায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য দলগুলোর প্রতিনিধিরা কমিশনের কাছে দরখাস্ত দিয়েছিলেন। দলগুলোর মধ্যে এনসিপির প্রার্থিত প্রতীক ‘শাপলা কলি’, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) ‘কাঁচি’ ও আমজনগণ পার্টির প্রার্থিত প্রতীক ‘হ্যান্ডশেক’।

আরও বলা হয়, এই দলগুলোর নিবন্ধনের বিষয়ে কারও কোনো আপত্তি থাকিলে প্রয়োজনীয় দলিলসহ কারণ উল্লেখ করে আগামী ১২ নভেম্বরের মধ্যে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে লিখিতভাবে জানানো অনুরোধ করা হলো।

সর্বশেষ সংবাদ

আ. লীগের কর্মসূচি প্রতিহতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ডাকা কর্মসূচি প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা...

এই বিভাগের অন্যান্য সংবাদ