সম্প্রতি জনপ্রিয় বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানা তার আসন্ন সিনেমার প্রচারের জন্য জগপতি বাবুর জি-৫ টক শো-তে অতিথি হিসেবে উপস্থিত হন। সেখানে তিনি তার বাগদান সম্পন্ন করা নিয়ে আলোচনা না করলেও ভক্তদের উদ্দেশে তার এনগেজমেন্ট রিং দেখান। এক প্রতিবেদনে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।
হবু বর বিজয়কে নিয়ে তাকে প্রশ্ন করা হলে মুচকি হাসি দেন। অনুষ্ঠানের হোস্ট তার হাতের আঙ্গুলে অনেকগুলো রিং দেখতে পান।
কৌতুহলবশত মজা করে রাশমিকাকে প্রশ্ন করেন হোস্ট। হাতে এতোগুলো রিংয়ের মধ্যে বিজয়ের নামের রিংটি কোনটা। পরে থাকা ডায়মন্ডের রিংয়ের দিকে ইশারা করেন রাশমিকা। বলেন, ওইটা ছাড়া বাকিগুলো পরার কারণ ভিন্ন।
শোতে রাশমিকা শুধু তার সিনেমার প্রচারই করেননি, বরং ভক্তদের সঙ্গে তার ব্যক্তিগত মুহূর্তও ভাগ করেছেন। এনগেজমেন্ট রিং দেখানোর এই মুহূর্ত দর্শকদের মধ্যে বিশেষভাবে কৌতূহল ও আনন্দ সৃষ্টি করেছে।

