নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে নিয়োগ পেলেন সাবেক কিউই তারকা ব্যাটার মার্টিন গাপটিল।
চলতি মাসে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দল। এই সিরিজের জন্য অস্থায়ী ভিত্তিতে গাপটিলকে কোচিং প্যানেলের বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে আগামী সব কয়টি সিরিজের ওপর গুরুত্ব দিচ্ছে ক্যারিবিয়ানরা। এরই ধারাবাহিকতায় স্বাগতিক দেশের সাবেক ক্রিকেটারকে পরামর্শক হিসেবে দেয়া হয়েছে।
সবশেষ ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে ক্যারিবীয়রা। অপরদিকে, টি-টোয়েন্টিতে টানা দুই সিরিজ হারের পর নিজেদের পুরানো ছন্দে ফিরতে বদ্ধ পরিকর কিউইরা।
উল্লেখ্য, আগামিকাল বুধবার (৫ নভেম্বর) অকল্যান্ডের ইডেন পার্কে শুরু হচ্ছে দুদলের প্রথম লড়াই।

