spot_img

দীপিকাকে নিয়ে ভক্তদের উদ্দেশে বার্তা দিলেন শাহরুখ!

অবশ্যই পরুন

বলিউড বাদশাহ শাহরুখ খান তার ক্যারিয়ারে একাধিক অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন। তার হাত ধরে অভিনয় শুরু করেছেন এমন নায়িকাদের তালিকাও ছোট নয়। আর এই তালিকায় আছেন বলিউডের অন্যতম অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি।

সেই ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’-এ দীপিকার স্বপ্নময় অভিষেকের পর থেকে দুজনের অনবদ্য রসায়ন দর্শকদের বারবার মুগ্ধ করেছে। আর দুই বছর আগেই ‘পাঠান’-এ দুই তারকা আবারও প্রমাণ করেছিলেন কেন তারা বড় পর্দার সেরা জুটিগুলোর একটি। এবার সেই জুটি ফিরছে নির্মাতা সিদ্ধার্থ আনন্দের নতুন সিনেমা ‘কিং’–এ। এই সিনেমায় আরও অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন ও রানি মুখার্জি। আগামী বছর ছবিটি মুক্তি পাওয়ার কথা।

নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ে আয়োজিত বিশাল ফ্যান-মিট–অ্যান্ড–গ্রীটে শাহরুখ খান ‘কিং’ নিয়ে এক ঝলক প্রত্যাশার কথা শোনান। দীপিকার সঙ্গে আবার একসঙ্গে কাজ করার প্রসঙ্গে তিনি বলেন, আমার সঙ্গে সিনেমায় দীপিকা থাকএ আর ভালোবাসা তো আছেই।

সিদ্ধার্থ আনন্দ সম্পর্কে শাহরুখ বলেন, তিনি অত্যন্ত পরিকল্পিত ও সংগঠিত একজন পরিচালক। ‘পাঠান’ সিনেমায় তার সঙ্গে কাজ করতে গিয়ে শাহরুখ অ্যাকশন হিরোর চরিত্রকে নতুনভাবে বুঝেছেন। তিনি জানান, আগে কিছু অ্যাকশন সিনেমাতে অভিনয় করলেও ‘পাঠান’-এ সিদ্ধার্থের নির্দেশনায় তিনি চরিত্রটি অন্যভাবে ধরতে পেরেছিলেন যা পরবর্তীতে ‘জওয়ান’-এও সহায়তা করেছে। তার ভাষায়, সিদ্ধার্থ এখন তার ঘনিষ্ঠ বন্ধু, কারণ টানা ২–৩ বছর একসঙ্গে কাজ করতে গিয়ে দুজনের মধ্যে সুন্দর বোঝাপড়া তৈরি হয়েছে।

শাহরুখ আরও বলেন, তিনি সাধারণত ‘হিরো–হিরো’ ধরনের চরিত্র কমই করেন। ‘করণ অর্জুন’ ছাড়া উল্লেখযোগ্য উদাহরণ নেই বললেই চলে। তাই পরিচালক হিসেবে সিদ্ধার্থ তাকে যে নির্দেশনা দিয়েছেন, তা তিনি মন দিয়ে শিখেছেন। একই সঙ্গে তিনি সিদ্ধার্থকে “অত্যন্ত নান্দনিক” নির্মাতা হিসেবে উল্লেখ করেন। ‘কিং’ সিনেমা হতে যাচ্ছে শাহরুখ ও দীপিকার ছয় নম্বর চলচ্চিত্র একসঙ্গে। দুই তারকার এই প্রত্যাবর্তন নিয়ে দর্শকদের উচ্ছ্বাস এখনই তুঙ্গে।

সর্বশেষ সংবাদ

সালমান, দীপিকারা বিয়ের আসরে নেচে কত টাকা পান?

ভারতের উদয়পুরে বসেছে শিল্পপতি রাজু মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার বিয়ের আসর। সেখানকার বিভিন্ন মুহূর্ত সমাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিয়ের আসরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ