মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘রাশিয়া, চীন এবং পাকিস্তান গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছে।’
রোববার সিবিএস টেলিভিশনের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প, ‘রাশিয়া ও চীন পরীক্ষা করছে, কিন্তু এ বিষয়ে কেউ কথা বলে না। তাই আমরাও পরীক্ষা করব, কারণ ওরা করছে। অবশ্যই উত্তর কোরিয়া পরীক্ষা চালিয়ে যাচ্ছে, পাকিস্তানও পরীক্ষা করছে।’
তবে ট্রাম্পের এই দাবির পরপরই চীন প্রথম দেশ হিসেবে তা প্রত্যাখ্যান করে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বলেন, ‘একটি দায়িত্বশীল পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে চীন সর্বদা আত্মরক্ষামূলক পারমাণবিক নীতি অনুসরণ করে আসছে এবং পারমাণবিক পরীক্ষায় স্থগিতাদেশের প্রতিশ্রুতি মেনে চলেছে।’
এদিকে রাশিয়ার পক্ষ থেকে ট্রাম্পের দাবির বিষয়ে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
সিবিএস নিউজ জানায়, ট্রাম্পের এই দাবি আসে তার মনোনীত স্ট্র্যাটকম প্রধান প্রার্থী যখন মার্কিন কংগ্রেসে বলেছেন, রাশিয়া ও চীন কেউই পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা চালাচ্ছে না।
সিবিএসে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ‘তারা এসব বিষয় আপনাকে জানায় না। পৃথিবী অনেক বড়—আপনি জানেন না তারা কোথায় পরীক্ষা চালাচ্ছে। তারা গভীর ভূগর্ভে পরীক্ষা চালায়, যেখানে পরীক্ষার কোনো চিহ্ন বোঝা যায় না- শুধু হালকা কম্পন অনুভূত হয়।’
উল্লেখ্য, ১৯৯০-এর দশক থেকে এখন পর্যন্ত উত্তর কোরিয়াই একমাত্র দেশ, যারা বাস্তব পারমাণবিক বিস্ফোরণ চালিয়েছে। চীনের সর্বশেষ পারমাণবিক পরীক্ষা হয়েছিল ১৯৯৬ সালে এবং পাকিস্তানের সর্বশেষ পরীক্ষা ১৯৯৮ সালে।
সূত্র: সিবিএস নিউজি

