অভিনয় জগতের পরিচিত মুখ আশরাফুল হোসেন ওরফে হিরো আলম আবারও জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি একাধিকবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আলোচনায় আসা এই স্বতন্ত্র প্রার্থী এবার বগুড়ায় নয়, ঢাকার একটি আসন থেকেই ভোটের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।
হিরো আলম জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন। এই আসনের অন্যতম আলোচিত ও শক্তিশালী প্রার্থী হলেন আন্দালিব রহমান পার্থ, যিনি বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশ, এনসিপি-সহ আরও কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীও রয়েছেন। হিরো আলম এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, যদিও তিনি জানিয়েছেন—বিভিন্ন দলের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
নিজের প্রার্থিতা প্রসঙ্গে হিরো আলম বলেন, নির্বাচনে অংশ নেওয়া আমার কাছে শুধু জয়ের বিষয় নয়, এটা একটা প্রতিবাদের মাধ্যমও। আগে যেমন প্রতিবাদ করেছি, এবারও করব। দেশে যেন একটি সুষ্ঠু নির্বাচন হয়—এটাই সবার প্রত্যাশা। আমি ১০০ ভোট পেলেও কোনো সমস্যা নেই, চাই শুধু উৎসবমুখর পরিবেশে ভোট হোক।
তিনি আরও বলেন, অনেক দলের প্রধানের সঙ্গে কথা হচ্ছে। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তারা যেসব প্রস্তাব দিচ্ছেন, তা ভেবে দেখছি। ব্যাটে-বলে মিললে কোনো দলে যোগ দিতে পারি, না হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করব।
নিজেকে নিম্নবিত্ত শ্রেণির প্রতিনিধি হিসেবে দাবি করে হিরো আলম বলেন, আমি সংসদে যেতে চাই গরিব, প্রান্তিক আর অবহেলিত মানুষের প্রতিনিধি হয়ে। দেশের প্রকৃত শক্তি ওই পরিশ্রমী মানুষের মধ্যেই। তারা সারাদিন খেটে দেশকে এগিয়ে নিচ্ছে, অথচ রাষ্ট্রীয় সেবা পেতে গিয়ে সবচেয়ে বেশি উপেক্ষিত হচ্ছে তারাই। আমি তাদের জন্যই কাজ করতে চাই।
উল্লেখ্য, ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা, মহাখালী ও মিরপুরের কিছু অংশ নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। এর আগেও হিরো আলম এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

