নির্বাচনী প্রচারণার সময় বিহারের স্থানীয় জেলেদের সাথে মাছ ধরলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রোববার (২ নভেম্বর) বিহারের বেগুসরাইয়ে নির্বাচনী প্রচারের ফাঁকে স্থানীয় জেলেদের সঙ্গে পুকুরে নামেন এই কংগ্রেস নেতা।
পানিতে নেমে জাল টেনে মাছও ধরেন তিনি। এসময় স্থানীয় জেলেদের সঙ্গে তাদের কাজের চ্যালেঞ্জ ও দুর্ভোগ নিয়ে কথা বলেন রাহুল।
তার সঙ্গে ছিলেন বিকাশশীল ইনসান পার্টির সভাপতি ও রাজ্যের সাবেক মন্ত্রী মুখেশ সহনিও। এর পাশাপাশি ছিলেন কংগ্রেস নেতা কানাহাইয়া কুমার।

