spot_img

প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে প্রস্তুত এনসিপি

অবশ্যই পরুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে প্রস্তুত বলে জানিয়েছে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ ও শাপলা কলির’মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

রোববার (২ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

পাটওয়ারী বলেন, আপাতত এনসিপি কারও সঙ্গে জোটে যাওয়ার চিন্তা করছে না। তবে বিএনপি চাঁদাবাজি-সন্ত্রাসীর পথ এবং জামায়াতে ইসলামী ধর্মীয় ফ্যাসিবাদ থেকে বের হলে জোটের বিষয়ে ভেবে দেখবে এনসিপি।

তিনি আরও বলেন,গনভোট নিয়ে দুই দলের দ্বন্দ্বে নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কা আছে। তবে গনভোটের সময় নিয়ে এনসিপির কোনো বিরোধিতা নেই। রাজনৈতিক দু’দলকে এ সংক্রান্ত সমস্যা সমাধানে আহ্বান জানান এনসিপির এই নেতা।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির এক প্রজ্ঞাপনে রাজনৈতিক দলের প্রতীক তালিকায় যুক্ত করা হয় ‘শাপলা কলি’ সহ আরও বেশকয়েকটি প্রতীক। তাদের দলের নির্বাচনী প্রতীক হিসেবে শুরু থেকেই শাপলা চেয়ে আসছিল।

তখন এ নিয়ে কমিশনের বক্তব্য ছিল, ইসির বরাদ্দযোগ্য প্রতীকের তালিকায় ‘শাপলা’ নেই। তাই প্রতীকটি দেয়া যাচ্ছে না দলটিকে। গেজেটকৃত ৫০টি প্রতীকের থেকে যেকোনো একটিকে বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় কমিশন।

সর্বশেষ সংবাদ

সাংবাদিকদের চুপ করালে সবার কণ্ঠ থেমে যায়: জাতিসংঘ মহাসচিব

যখন সাংবাদিকদের চুপ করানো হয়, তখন সবার কণ্ঠ থেমে যায়— এমনটাই মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। রোববার (২ নভেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ