spot_img

বিয়ের ১৭ বছরে আয়ুষ্মানকে ভালোবাসার বার্তা দিলেন স্ত্রী

অবশ্যই পরুন

বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা ও তাহিরা কাশ্যপের দাম্পত্য জীবনের ১৭ বছর পূর্ণ হয়েছে। বিশেষ এই দিনে স্বামীকে ভালোবাসার বার্তা জানিয়ে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন তাহিরা।

শনিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি ছবি প্রকাশ করেন তাহিরা। একটি তাদের বিয়ের দিনের, আরেকটি সাম্প্রতিক সময়ের। পুরনো ছবিটিতে দেখা যায়, আয়ুষ্মান কপালে চুমু খাচ্ছেন স্ত্রী তাহিরার। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আইনি বিয়ের ১৭ বছর, ঠিক এই দিনেই আমরা একে অপরের হয়েছিলাম।’

পোস্টে তাহিরা আরও লেখেন, ’জীবনে অনেক উত্থান-পতন এসেছে, কিন্তু তুমি সব সময় আমার হাত শক্ত করে ধরে রেখেছো। আমার জীবনের সবচেয়ে কঠিন সময়েও তুমি পাশে থেকেছো, সাহস জুগিয়েছো। তুমি যেভাবে আমাকে ভালোবেসেছ, তেমন ভালো আর কেউ রাখতে পারত না।’

তাহিরা অতীতে স্তন ক্যানসারের কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে গেছেন। সেই সময়টিতে আয়ুষ্মানের সহায়তা ও সঙ্গ তাকে শক্তি দিয়েছে বলে তিনি আগেও একাধিক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন। এবারের বার্তাতেও সেই জীবনের মুহূর্তগুলোর প্রতিফলন ফুটে উঠেছে।

সর্বশেষ সংবাদ

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আ. লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয় তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের...

এই বিভাগের অন্যান্য সংবাদ