spot_img

ডিভোর্স ও ৫ কোটি টাকার খোরপোশ প্রসঙ্গে মুখ খুললেন মাহি

অবশ্যই পরুন

অভিনেত্রী মাহি ভিজ অবশেষে জয় ভানুশালির সঙ্গে তার দাম্পত্য সম্পর্ক ঘিরে চলা গুজব এবং বিশেষ করে ৫ কোটি টাকার খোরপোশ দাবি সংক্রান্ত খবরের বিষয়ে মুখ খুলেছেন।

তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক নতুন ভিডিওতে মাহি এসব দাবি ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন এবং ভক্তদের অনুরোধ করেছেন তারা যেন যাচাই-বাছাই ছাড়া কোনো খবর বিশ্বাস না করেন।

তিনি বলেন, ‘খোরপোশের ব্যাপারে, যতক্ষণ পর্যন্ত আমার মুখে কিছু শুনছেন না, ততক্ষণ কোনো খবর বিশ্বাস করবেন না।’

যদিও তিনি নিজের বিবাহিত সম্পর্কের অবস্থা স্পষ্টভাবে জানাননি, মাহি জোর দিয়ে বলেন যে জয় এখনো তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

মাহি বলেন, ‘জয় আমার পরিবার এবং আমাদের সন্তানদের জন্য একজন অসাধারণ বাবা।’ পাশাপাশি মাহি পরিবারের এবং সন্তানের গোপনীয়তা রক্ষার অনুরোধ জানান।’

অভিনেত্রী বলেন, ‘যদি কারো সম্পর্ক ভেঙেও যায়, তবুও নিজের অর্থ উপার্জন করা উচিত। বিবাহিত হোক বা অবিবাহিত—প্রতিটি নারীকে আর্থিকভাবে স্বনির্ভর হওয়া প্রয়োজন।’

তিনি আরও স্পষ্ট করেন, ‘যারা সারাজীবন গৃহিণী হিসেবে কাজ করেছেন এবং কাজ করার সুযোগ পাননি, তাদের ক্ষেত্রে খোরপোশ প্রাপ্য হতে পারে, কিন্তু যারা নিজে উপার্জন করতে পারেন, তাদের ক্ষেত্রে নয়।’

মাহি বলেন, ‘আমি শুধু নিজের জন্য নয়, সমাজের জন্যও বলছি—যে অর্থ উপার্জন করে, সেই ব্যক্তিরই সেই অর্থের অধিকার।’

উল্লেখ্য, মাহি বিজ ও জয় ভানুশালি টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় দম্পতি। ২০১০ সালে তাদের বিয়ে হয়। তাদের রয়েছে তিন সন্তান।

২০২৫ সালের মাঝামাঝি সময় থেকে তাদের বিচ্ছেদের গুজব অনলাইনে ছড়িয়ে পড়ে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়, দম্পতি ইতিমধ্যেই ডিভোর্স সেটেলমেন্টে পৌঁছেছেন, তবে এ বিষয়ে জয় বা মাহি কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

সূত্র: পুনে মিরর

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিটি দিনই এখন হ্যালোইন: ওবামা

ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিটি দিনই এখন হ্যালোইন। নিউ জার্সির ডেমোক্রেট প্রার্থীর নির্বাচনী প্রচারণায় গিয়ে ট্রাম্পকে কটাক্ষ করে এমন...

এই বিভাগের অন্যান্য সংবাদ