spot_img

বিমানবন্দরে যাত্রীর পাকস্থলী থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

অবশ্যই পরুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পাকস্থলীতে করে বিশেষ কৌশলে আনা প্রায় সাড়ে ছয় হাজার পিস ইয়াবা আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এপিবিএনের তথ্য অনুযায়ী, আটক হওয়া ব্যক্তি কক্সবাজার থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস ১৪২ ফ্লাইটে ঢাকায় আসেন। শনিবার (১ নভেম্বর) রাতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেটের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. পান্নু হাওলাদার (৩০)। তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার বাসিন্দা।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পাকস্থলীতে করে ইয়াবা পরিবহনের কথা স্বীকার করেন। এরপর তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিলে ডাক্তারদের তত্ত্বাবধানে পায়ুপথ দিয়ে ১৩৬ পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এগুলো খুলে মোট ৬৩৭৮ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পান্নু হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এ বিষয়ে আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সর্বশেষ সংবাদ

সাংবাদিকদের চুপ করালে সবার কণ্ঠ থেমে যায়: জাতিসংঘ মহাসচিব

যখন সাংবাদিকদের চুপ করানো হয়, তখন সবার কণ্ঠ থেমে যায়— এমনটাই মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। রোববার (২ নভেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ