spot_img

নভেম্বরে আসছে আয়ারল্যান্ড, সূচি জানাল বিসিবি

অবশ্যই পরুন

২০২৩ সালের এপ্রিলের পর আবারও বাংলাদেশে টেস্ট খেলতে আসছে আয়ারল্যান্ড। দুই টেস্টের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলবে সফরকারীরা। আসন্ন এই সিরিজের সূচি গত ৪ অক্টোবরেই প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড। ৮ নভেম্বর থেকে অনুশীলন শুরু করা আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর থেকে। প্রথম ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

দ্বিতীয় টেস্ট হবে ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে ১৯ নভেম্বর থেকে। চোটে না পড়লে দুই টেস্টের সিরিজেই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে একশ টেস্ট খেলার কীর্তি গড়বেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।

টেস্ট সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। প্রথম টি-টোয়েন্টি হবে ২৭ নভেম্বর। পরের দুইটি ম্যাচ হবে ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায়। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।

এক নজরে দেখে নিন বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের পূর্ণাঙ্গ সূচি-

ম্যাচ তারিখ ভেন্যু
প্রথম টেস্ট ১১-১৫ নভেম্বর সিলেট
দ্বিতীয় টেস্ট ১৯-২৩ নভেম্বর ঢাকা
প্রথম টি-টোয়েন্টি ২৭ নভেম্বর চট্টগ্রাম
দ্বিতীয় টি-টোয়েন্টি ২৯ নভেম্বর চট্টগ্রাম
তৃতীয় টি-টোয়েন্টি ২ ডিসেম্বর চট্টগ্রাম

সর্বশেষ সংবাদ

ভূমিকম্পে নিহত বেড়ে ১১, নরসিংদীতেই ৫ জন

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ওই কম্পনে সারা দেশে ১০ জনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ