spot_img

সঞ্জয় মিশ্রার সাথে মহিমা চৌধুরীর বিয়ের গুঞ্জন!

অবশ্যই পরুন

বলিউডের নব্বই দশকে ঝলমলে উপস্থিতি নিয়ে নানা হিট সিনেমায় অভিনয় করেছেন মহিমা চৌধুরী। যার মধ্যে পরদেশ, ধাড়কান, খিলাড়ি ৪২০–এর মতো জনপ্রিয় সিনেমাগুলোতে তার অনবদ্য অভিনয় আজও অনেকে মনে রেখেছেন। দীর্ঘদিন পর আবার আলোচনায় ফিরলেন এই ৫২ বছর বয়সী অভিনেত্রী। তবে সিনেমা নিয়ে নয় সম্পূর্ণ ভিন্ন এক কারণকে ঘিরে।

টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, সম্প্রতি মহিমা একেবারে বধূ সাজে ক্যামেরার সামনে হাজির হলে সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়। তার পাশে দেখা যায় বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় মিশ্রকে। মুহূর্তেই তাদের ভিডিও ও ছবি ভাইরাল হয়ে যায়। অনেকেই ভেবে বসেন, তারা নাকি সত্যিই বিয়ে করে ফেলেছেন। শুভেচ্ছাবার্তায় ভরে যায় কমেন্ট সেকশন।

এই গুঞ্জনের সূত্র একটি পাপারাজ্জি ভিডিও। সেখানে মহিমাকে হেসে বলতে শোনা যায়,আপনারা বিয়েতে আসতে পারেননি, তাই মিষ্টি এনেছি। সঙ্গে পাপারাজ্জিদের একজন বলেন, আপনাদের দুজনকে অনেক অভিনন্দন। এ কথা শোনার পরই নেটিজেনদের একাংশ ধরে নেন মহিমার ‘দ্বিতীয় বিয়ে’ হয়ে গেছে।

পরদেশ সিনেমায় শাহরুখের সঙ্গে মাহিমা চৌধুরী। ছবি: সংগৃহীত

পরদেশ সিনেমায় শাহরুখের সঙ্গে মাহিমা চৌধুরী। ছবি: সংগৃহীত

দিনভর আলোচনার পর পরিষ্কার হয় সবই ছিল একটি চতুর প্রচারণা কৌশল। বাস্তবে নয়, সিনেমার জন্যই এই নববধূর সাজ। মহিমা অভিনয় করছেন নতুন ছবি ‘দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি’–তে, যেখানে তিনি সঞ্জয় মিশ্রর দ্বিতীয় স্ত্রীর চরিত্রে।

১৬ অক্টোবর প্রকাশিত হয়েছে সিনেমার মোশন পোস্টার যেখানে সঞ্জয় বর বেশে, আর পাশেই ফ্রেমে মহিমা নববধূ সাজে। সেই পোস্টার ভিডিওই মূলত ভাইরাল হয়ে পুরো বিভ্রান্তির জন্ম দেয়।

প্রসঙ্গত, মহিমা ২০০৬ সালে ববি মুখার্জীকে বিয়ে করেন আর ২০১৩ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের একটি কন্যা রয়েছে, নাম আরিয়ানা। অন্যদিকে সঞ্জয় মিশ্র এখন তার স্ত্রী কিরণ মিশ্রকে নিয়ে সুখী দাম্পত্যে আছেন।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌ...

এই বিভাগের অন্যান্য সংবাদ