spot_img

আবারও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব পেলেন শান্ত

অবশ্যই পরুন

শ্রীলঙ্কার বিপক্ষে গত জুনে বাংলাদেশ সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছিল। সিরিজের শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে আচমকা ওই ফরম্যাটে বাংলাদেশের অধিনায়কত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত। এরপর থেকে বাংলাদেশ আর টেস্ট খেলেনি, অধিনায়ক পদেও দেখা যায়নি কাউকে। অবশেষে সেই শান্তই আবার বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব ফিরে পেলেন।

শনিবার (১ নভেম্বর) এক অফিসিয়াল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দিয়েছে, আগামী ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে থাকবেন নাজমুল হোসেন শান্ত।

এর আগে শান্ত নেতৃত্ব ছাড়ার পর থেকেই বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক কে হবেন সেই জল্পনা শুরু হয়ে যায়। ধারণা করা হচ্ছিল– ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ওপরই আস্থা রাখবে বিসিবি। তবে মিরাজকে ছাপিয়ে লিটন দাস নতুন টেস্ট অধিনায়কের দৌড়ে এগিয়ে ছিলেন। এই দু’জনকে ছাপিয়ে আবারও টেস্ট অধিনায়কের দায়িত্ব পেলেন শান্ত।

মূলত বিসিবির ক্রিকেট অপারেশন্স থেকে শান্তকে অধিনায়কত্বে ফেরাতে চেষ্টা চলেছিল। কিন্তু তাদের ব্যর্থতার পর শান্তকে বোঝানোর দায়িত্ব পান বিসিবির নতুন এক পরিচালক। সাবেক ওই ক্রিকেটারের কয়েকদিনের চেষ্টায় রাজি হয়েছেন শান্ত।

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে ফরম্যাটটিতে বাংলাদেশের অধিনায়ক লিটন দাসকে টেস্টের নেতৃত্ব নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি জানিয়েছিলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব পাওয়া অনেক বড় বিষয়। আমার মনে হয় কেউ না (নিষেধ) করবে না, তাদের (বিসিবির) পক্ষ থেকে এখনও কিছু (সিদ্ধান্ত বা আলোচনা) আসেনি।’

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌ...

এই বিভাগের অন্যান্য সংবাদ