spot_img

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠককে ‘অসাধারণ’ আখ্যা ট্রাম্পের

অবশ্যই পরুন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাম্প্রতিক বৈঠককে ‘অসাধারণ’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন

এ সময়, বেইজিংয়ের সাথে চুক্তি দীর্ঘস্থায়ী হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই চুক্তি যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য বড় উপকার বয়ে আনবে বলেও দাবি করেন ট্রাম্প। এর আগে, শিয়ের সাথে আলোচনার ঠিক পরই চীনের সাথে সম্পর্কের বরফ গলার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

অন্যদিকে, কানাডার সাথে যুক্তরাষ্ট্র পুনরায় বাণিজ্য আলোচনা শুরু করবে না বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এক সপ্তাহ আগে অন্টারিও প্রদেশের সম্প্রচারিত একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে আলোচনাটি বাতিল করেছিলেন তিনি।

ট্রাম্প বলেন, কানাডার সাথে আবারও বাণিজ্য আলোচনা শুরুর পরিকল্পনা নেই। যদিও আমার সাথে তাদের প্রধানমন্ত্রীর সম্পর্ক খুবই ভালো। আমি তাকে বেশ পছন্দ করি। কিন্তু তারা যা করেছে, সেটা ভুল ছিল। এ ব্যাপারে অবশ্য তিনি খুব ভদ্র আচরণ করেছেন এবং ওই মিথ্যা বিজ্ঞাপনের জন্য ক্ষমাও চেয়েছেন।

এর আগে, গত ৩০ অক্টোবর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক শেষে বুসান ছাড়ার পরপরই এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের জানান, চীনা আমদানির ওপর আরোপিত শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হবে। বিনিময়ে বেইজিং মার্কিন সয়াবিন ক্রয় পুনরায় শুরু করবে, বিরল মৃত্তিকা রপ্তানি অব্যাহত রাখবে এবং ফেন্টানাইলের অবৈধ বাণিজ্য বন্ধ করবে। এ সময়, তিনি দক্ষিণ কোরিয়া, জাপান এবং দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির সাথে বাণিজ্য সাফল্যের কথাও তুলে ধরেন।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌ...

এই বিভাগের অন্যান্য সংবাদ