spot_img

দেড় যুগের সম্পর্কের ইতি, গামিনিকে ছাঁটাই করল বিসিবি

অবশ্যই পরুন

বিসিবির সাথে প্রায় দেড় যুগের সম্পর্কের ইতি টানলেন গামিনি ডি সিলভা। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে নিজ দেশ শ্রীলঙ্কায় ফিরে গেছেন এই পিচ কিউরেটর।

২০১০ সাল থেকে বিসিবির প্রধান কিউরেটর হিসেবে কাজ করেছেন গামিনি। এরপর চলতি বছরের জুলাইতে নতুন করে এক বছরের জন্য চুক্তি নবায়ন করা হয় তার। মিরপুর থেকে বদলি করে পাঠানো হয় রাজশাহীতে। যদিও সেই মেয়াদ শেষ হওয়ার আগেই এবার তাকে বিদায় করছে বিসিবি।

বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘চুক্তি অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার আগেই যদি আমরা তার (গামিনি) সঙ্গে সম্পর্ক ছিন্ন করি, তবে তাকে দুই মাসের বেতন দিতে হবে। আমরা সেই অর্থ পরিশোধ করে তার সঙ্গে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’

মূলত, নিম্নমানের উইকেটের জন্য বছরের পর বছর সমালোচনার তোপে পড়েছেন এই কিউরেটর। যদিও দীর্ঘ প্রায় ১৬ বছর স্বপদে বহাল ছিলেন এই লঙ্কান। দ্রুতই আনুষ্ঠানিকভাবে গামিনির সাথে চুক্তি শেষের বিষয়ে জানাবে ক্রিকেট বোর্ড।

সর্বশেষ সংবাদ

যোগ্য লোককে ভোট দিন, জাতির ভবিষ্যৎ নিশ্চিত করুন: মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, এবারের নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা কোন ধরনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ