spot_img

ফের স্বামীকে কেন্দ্র করে নতুন আলোচনায় ঐশ্বরিয়া

অবশ্যই পরুন

বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন শনিবার (১ নভেম্বর) পা দিলেন ৫২ বছরে। সৌন্দর্য, আত্মবিশ্বাস ও অভিনয়ের জন্য বরাবরই আলোচনায় থাকা এই অভিনেত্রী এখন সুখী দাম্পত্যে আছেন অভিষেক বচ্চনের সঙ্গে। তবে সম্প্রতি তার একটি পুরোনো সাক্ষাৎকার আবারও ভাইরাল হয়েছে, যেখানে তিনি ভবিষ্যৎ স্বামীর জন্য কী কী গুণ আশা করতেন তা খোলামেলাভাবে জানিয়েছিলেন। অভিনেত্রীর ভক্তদের মতে, অভিষেক সেই গুণগুলোর প্রতিটিই ধারণ করেন।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, ১৯৯৯ সালে অনুরাধা প্রসাদের শো লেটস টক-এ দেয়া সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানান, তিনি স্বামীর ক্ষেত্রে শুধু ‘অসাধারণ সুদর্শন’ হওয়াকেই গুরুত্ব দেন না। তিনি বলেন, আমরা মেয়েরা স্বপ্ন দেখতে ভালোবাসি। তবে আমি শুধু ‘ড্রপ-ডেড গর্জিয়াস’ হওয়াকে মানদণ্ডে রাখি না। আমার কাছে সংবেদনশীলতা, বিশ্বাস, সততা ও হাস্যরস খুব গুরুত্বপূর্ণ। মানুষ ঘনিষ্ঠ, মিশুক একজন সঙ্গী চাই, যার মধ্যে থাকবে আন্তরিকতা। অভিনেত্রী আরও বলেন, তিনি চান না কেউ তাকে সিনেমার চরিত্র বা পর্দার ইমেজ দেখে বিচার করুক।

ঐ সাক্ষাৎকারে প্রেমে পড়েছেন কি না এমন প্রশ্নে ঐশ্বরিয়ার উত্তর ছিল, না, কিন্তু আমি ‘রাইজ ইন লাভ’ করতে চাই। ভালোবাসা খুব সুন্দর একটি অনুভূতি, যা উপলব্ধি করার মতো সংবেদনশীলতা থাকতে হয়। ভালোবাসা দিতে হয়, নিতে হয় এটি খুব বিস্তৃত ও ব্যক্তিভেদে ভিন্ন অনুভূতি।

সাক্ষাৎকারের পুরোনো ভিডিও নতুন করে ভাইরাল হওয়ার পর অনেকেই আবেগঘন মন্তব্য করেছেন। একজন লিখেছেন, যে গুণগুলো তিনি বলেছিলেন, অভিষেকের মধ্যে সেগুলো পুরো আছে। আরেকজনের মন্তব্য, মনে হচ্ছে অভিষেককেই বর্ণনা করছিলেন।

প্রসঙ্গত, ঐশ্বরিয়া ও অভিষেক প্রথম একসঙ্গে কাজ করেন ‘ঢাই অক্ষর প্রেম কে’ সিনেমাটি ২০০০ সালে মুক্তি পায়। এরপর ২০০৩ সালে ‘কুচ না কহো’, ২০০৬ সালে ‘উমরাও জান’। তবে ২০০৭ সালের ‘গুরু’র সময়ই তাদের সম্পর্ক গভীর হয়। নিউইয়র্কে সিনেমার প্রিমিয়ারের পর অভিষেক তাকে প্রস্তাব দেন, আর ঐশ্বরিয়া তা গ্রহণ করেন। ২০০৭ সালের ২০ এপ্রিল মুম্বাইয়ের বচ্চন পরিবারে ‘প্রতীক্ষা’ নিবাসে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে হয়। বর্তমানে তাদের একমাত্র মেয়ে আরাধ্যার সঙ্গে প্রায় ক্যামেরার সামনে আসেন এই জুটি।

সর্বশেষ সংবাদ

ভূমিকম্পে নিহত বেড়ে ১১, নরসিংদীতেই ৫ জন

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ওই কম্পনে সারা দেশে ১০ জনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ