spot_img

ইংল্যান্ডকে ৪১ বছর পর হোয়াইটওয়াশ করল কিউইরা

অবশ্যই পরুন

ওয়ানডে খেলতে যেন ভুলেই গেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড! নিউজিল্যান্ডের কাছে সিরিজের শেষ ওয়ানডেতে ২ উইকেটে হেরে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো তারা। আর তাতেই ৪১ বছর পর অর্থাৎ ১৯৮৪ সালের পর এবারই প্রথম নিউজিল্যান্ড ওয়ানডেতে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব দেখাল।

ওয়েলিংটনে শনিবার (১ নভেম্বর) এই ম্যাচে কিউই পেসারদের দাপটে ধসে পড়ে ইংলিশদের টপ অর্ডার। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কিউই পেসারদের তোপে ৪০.২ ওভারে মাত্র ২২২ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। টপ অর্ডারের চার ব্যাটার ৩১ রানেই প্যাভিলিয়নে ফেরেন।

৪৪ রানে ৫ উইকেট হারানোর পর মিডল অর্ডারে জস বাটলার ৩৮ রানের প্রতিরোধ গড়েন। লোয়ার মিডল অর্ডারে জেমি ওভারটন ৬২ বলে ৬৮ এবং ব্রাইডন কার্স ৩০ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে ২২২ রানের সংগ্রহ এনে দেন। নিউজিল্যান্ডের হয়ে ব্লায়ার টিকনার ৬৪ রানে ৪টি এবং জ্যাকব ডাফি ৫৬ রানে ৩টি উইকেট নেন।

রান তাড়া করতে নেমে ডেভন কনওয়ে (৩৪) এবং রাচিন রবীন্দ্রর (৪৬) ৭৮ রানের উদ্বোধনী জুটিতে দুর্দান্ত শুরু পায় কিউইরা। ড্যারিল মিচেলও করেন ৪৪ রান। তবে হঠাৎ ছন্দ হারিয়ে নিউজিল্যান্ড ১৯৬ রানে ৮ উইকেট হারালে পরাজয়ের শঙ্কা জাগে। শেষ পর্যন্ত দুই বোলার জ্যাক ফোকস (১৪*) এবং ম্যাচসেরা ব্লায়ার টিকনার (১৮*) নিউজিল্যান্ডকে ৩২ বল হাতে রেখেই ২ উইকেটের জয় এনে দেন।

সর্বশেষ সংবাদ

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা আসিফ মাহমুদের

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা...

এই বিভাগের অন্যান্য সংবাদ