spot_img

অন্তঃসত্ত্বা ক্যাটরিনার ছবি ভাইরাল, ক্ষোভ সোনাক্ষীর

অবশ্যই পরুন

মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গত সেপ্টেম্বরে ইনস্টাগ্রাম পোস্টে এমন সুখবর নিজেই দিয়েছিলেন তিনি। কিন্তু অন্তঃসত্ত্বা ক্যাটরিনাকে একবারও ক্যামেরাবন্দী করতে পারেননি পাপারাজ্জিরা। অবশেষে ক্যাটরিনার বাড়ির বাইরে থেকেই তাকে ক্যামেরাবন্দী করার চেষ্টা করলেন তারা। এই ঘটনায় ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রীর অনুরাগীরা।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে ক্যাটরিনার কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যায়, হালকা গোলাপি রঙের পোশাক পরে মুম্বাইয়ে নিজের বাড়ির বারান্দায় ছিলেন অভিনেত্রী। ছবিটা ঝাপসা হলেও, ক্যাটরিনার চোখেমুখে মাতৃত্বের ছাপ লক্ষ করেন অনুরাগীরা। কিন্তু এভাবে কেন ছবি তোলা হলো? সেই প্রশ্ন তুলেছেন তারা।

অভিনেত্রী সোনাক্ষী সিনহাও এই ঘটনার জন্য দায়ী মিডিয়া পোর্টালটির সমালোচনা করেন এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের তীব্র নিন্দা করেন। ছবিগুলোর সাথে পোর্টালটি ক্যাপশনে লেখে, ‘এক্সক্লুসিভ: ডেলিভারির তারিখ কাছাকাছি আসতেই বারান্দায় এলেন ক্যাটরিনা কাইফ।’ এই ছবিগুলো সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ক্ষুব্ধ করে এবং অনেকেই নৈতিকতার সীমা লঙ্ঘনের জন্য প্রকাশনাটির সমালোচনা করেন।

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা কমেন্ট সেকশনে তীব্রভাবে এর বিরোধিতা করে লেখেন, ‘আপনাদের কী সমস্যা? নিজের বাড়িতে থাকা একজন নারীর ছবি অনুমতি ছাড়া তুলে পাবলিক প্ল্যাটফর্মে প্রকাশ করা? আপনারা সবাই অপরাধীর চেয়ে কম নয়। লজ্জাজনক। আইনি ব্যবস্থা নেওয়া উচিত।’

অভিনেত্রীর এই তীব্র প্রতিক্রিয়ার পর পোস্টটি মুছে ফেলা হয়। ভক্তরা সোনাক্ষীর এই সাহসিকতাকে প্রশংসা করেছেন অনুরাগীরা। একজন অনুরাগী মন্তব্য করেছেন, ‘যাক, কেউ তো কথাটা বলল।’ আরেকজন লিখেছেন, ‘সোনাক্ষী যে এত সাহসের সাথে এবং জোরালোভাবে তাদের সমালোচনা করেছেন, তা অসাধারণ। তিনি এখানে একদম ঠিক।’

ক্যাটরিনার এক অনুরাগী ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘ক্যামেরা ধরার আগে সভ্যতা শিখুন। বাড়ির মধ্যে ক্যামেরা তাক করছেন কোন সাহসে! মানুষ কি নিজের ব্যক্তিগত পরিসরেও শান্তিতে থাকতে পারবে না? এভাবে গোপনে ছবি তোলা অপরাধ ছাড়া আর কিছু নয়।’

তৃতীয় একজন ব্যবহারকারী যোগ করেছেন, ‘তিনি যে তাদের এভাবে বলেছেন, এটা খুব ভালো কাজ। এটা খুব দরকার ছিল।’ আরেকটি মন্তব্যে লেখা ছিল, ‘একদম সত্যি, সোনা, এটা খুবই দুঃখজনক।’ তবে পুরো ঘটনাটি নিয়ে ক্যাটরিনা বা ভিকি এখনো মন্তব্য করেননি।

ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের প্রেগন্যান্সি ঘোষণার বিষয়ে বলতে গেলে, গত সেপ্টেম্বরে ক্যাটরিনা এবং ভিকি ইনস্টাগ্রামে নিজেদের একটি হৃদয়গ্রাহী ছবি শেয়ার করেন, যেখানে ক্যাটরিনাকে তার বেবি বাম্প ধরে থাকতে দেখা যায়। পোস্টটির সাথে দম্পতি লিখেছিলেন, ‘আনন্দ এবং কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু করতে চলেছি।’

উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে ক্যাটরিনা এবং ভিকি রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় একটি রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বাঁধেন, তারা বিয়ের আগে অল্প সময়ের জন্য ডেট করেছিলেন। যদিও এই দম্পতিকে কখনও একসাথে কোনও ছবিতে দেখা যায়নি, অনুরাগীরা আশা করেন যে একদিন তারা নিশ্চয়ই পর্দায় একসঙ্গে আসবেন।

সর্বশেষ সংবাদ

ইসরাইলি হামলায় গাজায় নিহত ৫, পশ্চিমতীরে ১

যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। উপত্যকাটিতে দখলদার বাহিনীর সবশেষ হামলায় আরও ৫ ফিলিস্তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ