spot_img

মুক্তি পেলো জুবিনের শেষ সিনেমা!

অবশ্যই পরুন

জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও অভিনেতা জুবিন গার্গের শেষ সিনেমা রই রই বিনালে মুক্তি পেয়েছে। আজ শুক্রবার (৩১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে মুক্তি পায় সিনেমাটি। মাত্র ৫২ বছর বয়সে গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে প্রয়াত হন এই কিংবদন্তি শিল্পী। তিনি সংগীত ও সংস্কৃতির জগতে ছিলেন এক অবিচ্ছেদ্য নাম।

ভাষা, সুর আর শিল্পের সীমা পেরিয়ে জুবিন হয়ে উঠেছিলেন এক সত্যিকারের সাংস্কৃতিক প্রতীক। তার মৃত্যুর খবরে শোকস্তব্ধ ভক্তরা যখন পুরোনো গানগুলোয় ডুব দিচ্ছিলেন, তখনই এলো নতুন খবর। তার স্বপ্নের অসমিয়া চলচ্চিত্র রই রই বিনালে মুক্তি পেয়েছে। ঠিক সেই দিনেই, যেদিন তিনি মুক্তি দিতে চেয়েছিলেন।

আসামজুড়ে সিনেমা হলগুলোতে ভিড় জমেছে ভক্তদের। অনেকেই কেঁদে ফেলেছেন পর্দায় প্রিয় শিল্পীকে আবার দেখতে পেয়ে। সিনেমার টিকিট কয়েক ঘণ্টার মধ্যেই বিক্রি শেষ হয়ে যায়।

ছবির মুক্তি ঘিরে ব্যাপক উৎসাহের মাঝেই এক নতুন বিতর্ক তৈরি হয়েছে। আসামসহ ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে টিকিটের দাম হঠাৎ বেড়ে যায়, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকেরা। অনেকেই অভিযোগ করেছেন, আয়োজকেরা জুবিনের মৃত্যুর আবেগকে কাজে লাগাচ্ছেন।

আয়োজকেরা অবশ্য জানিয়েছেন, দর্শকের বিপুল ভিড় সামলাতে বাড়তি প্রযুক্তিগত ও নিরাপত্তা খরচ হয়েছে। তবে সাধারণ দর্শকের কাছে সেই ব্যাখ্যা তেমন সান্ত্বনা দিতে পারেনি।

জুবিন গার্গ শুধু অসম নয়, গোটা ভারতের সংগীতপ্রেমীদের কাছে এক পরিচিত নাম। তার গাওয়া বলিউড হিট গান ‘ইয়া আলি’ (গ্যাংস্টার, ২০০৬) তাকে সারাদেশে নতুনভাবে পরিচিত করে তোলে।

চল্লিশের বেশি ভাষায় গান গাওয়া এই প্রতিভাবান শিল্পী হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, মারাঠি, নেপালি ও আরও অনেক ভাষায় সংগীত পরিবেশন করেছেন। তার সুর করা ইকোজ অব সাইলেন্স চলচ্চিত্রের জন্য তিনি পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা সংগীত পরিচালনার বিভাগে।

সর্বশেষ সংবাদ

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: ইসি আনোয়ারুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানিয়েছেন, আগামী...

এই বিভাগের অন্যান্য সংবাদ