spot_img

নির্বাচন ঘিরে আফ্রিকার এক দেশে জেন-জিদের বিক্ষোভ, নিহত অন্তত ৭০০

অবশ্যই পরুন

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। নির্বাচনে অংশ নিতে না পারা বিরোধী দলের সমর্থনে দেশটির জেন-জি (তরুণ প্রজন্ম) এর নেতৃত্বে তিন দিন ধরে আন্দোলন চলছে। প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানের সরকার কঠোরভাবে এই বিক্ষোভ দমনের চেষ্টা করছে।

শুক্রবার (৩১ অক্টোবর) এএফপি জানিয়েছে, বিরোধী দল চাদেমা পার্টি দাবি করেছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে এ পর্যন্ত প্রায় ৭০০ বিক্ষোভকারী প্রাণ হারিয়েছে।

চাদেমা পার্টির মুখপাত্র জন কিতোকা এএফপিকে বলেছেন, শুধুমাত্র দার-এস-সালামে প্রায় ৩৫০ জন এবং এমওয়ানজাতে ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর একটি সূত্রও এই হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে বলে এএফপি জানিয়েছে।

গত সপ্তাহে অনুষ্ঠিত এই নির্বাচনে দেশটির প্রধান দুটি বিরোধী দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। এই দমন-নিপীড়ন এবং বিধিনিষেধের প্রতিবাদে জেন-জিদের নেতৃত্বে সাধারণ মানুষ ব্যাপক আন্দোলনে নামে। বিক্ষোভকারীরা অসংখ্য গাড়ি, পেট্রোল স্টেশন এবং থানায় আগুন দিয়েছে। নির্বাচনের ফল বাতিলের দাবিতে চলমান এই আন্দোলন ঠেকাতে সরকার দেশজুড়ে সেনাবাহিনী মোতায়েন করেছে এবং দেশের বেশিরভাগ জায়গায় ইন্টারনেট বন্ধ করে দিয়েছে।

তানজানিয়ার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং নিহতের সংখ্যা নিশ্চিত না করলেও সেখানে রক্তপাত হচ্ছে বলে জানিয়েছে। ১৯৬১ সালে স্বাধীন হওয়ার পর থেকে দেশটি চামা চা মাপিনদুজি (সিসিএম) দল দ্বারা পরিচালিত হয়ে আসছে।

সর্বশেষ সংবাদ

ক্যাটরিনার ব্যক্তিগত ছবি ফাঁস, ক্ষুব্ধ শ্বশুরবাড়ি

বলিউড তারকা ক্যাটরিনা কাইফকে গত কয়েক মাস ধরেই জনসমক্ষে দেখা যাচ্ছিল না। ক্যামেরার ফ্ল্যাশ ও ইভেন্টের আলো থেকে দূরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ