spot_img

হঠাৎ পারমাণবিক বোমার পরীক্ষা চালাচ্ছে পরাশক্তিরা, রহস্য কী?

অবশ্যই পরুন

পারমাণবিক বোমার ভয়াবহতা বিশ্বের কাছে উঠে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিন হামলার পরপরই। সেই ঘটনায় জাপানের লক্ষ লক্ষ মানুষ নির্মমভাবে প্রাণ হারান। তাদের পরবর্তী অনেক প্রজন্ম বিকলাঙ্গ জন্মগ্রহণ করেন পরবর্তীতে। এরপর অবশ্য অন্যান্য পরাশক্তিগুলো একধরণের তড়িঘড়ি করেই নিজেদের পারমাণবিক দিক থেকে সমৃদ্ধ করতে উঠেপড়ে লেগে পড়ে।

ব্যাপক পরিসরে পারমাণবিক বোমার পরীক্ষা বাতিল সংক্রান্ত সিটিবিটির চুক্তি অনুযায়ী অনেক দেশই পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধ রাখে। কিন্তু হঠাৎ আবারও পৃথিবী বিধ্বংসী এই বোমার পরীক্ষা শুরু করেছে পরাশক্তি দেশগুলো। ইতোমধ্যে রাশিয়া এই বোমার পরীক্ষা চালিয়েছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামরিক বাহিনীকে দ্রুত সময়ের মধ্যে পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর নির্দেশ দেন। গেলো ৩৩ বছর ধরে এই বোমার পরীক্ষা বন্ধ রাখে ওয়াশিংটন।

যদিও কেনো বন্ধ রাখা হয়েছিলো পারমাণবিক বোমার পরীক্ষা তা গোপনই থেকে যায়। আবার কেনই বা নতুন করে এর পরীক্ষা চালানোর তোড়জোড় শুরু হয়েছে, তা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকোর আলামোগোর্দোতে ২০ কিলোটনের পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়ে পারমাণবিক যুগের সূচনা করে। ওই একই বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানকে আত্মসমর্পণ করতে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক হামলা চালায় ওয়াশিংটন।

এ ঘটনার মাত্র চার বছরের মাথায় ১৯৪৯ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নও পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়ে পশ্চিমা বিশ্বকে তাক লাগিয়ে দেয়। পরবর্তীতে ১৯৪৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পরাশক্তিধর দেশগুলো ২ হাজারের বেশি পারমাণবিক বোমার পরীক্ষা চালায়।

জাতিসংঘের তথ্য কী বলছে?

জাতিসংঘের তথ্যানুযায়ী— এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ১ হাজার ৩২টি ও সোভিয়েত ইউনিয়ন ৭১৫টি পারমাণবিক বোমার পরীক্ষা চালায়। এছাড়াও ব্রিটেন ৪৫টি, ফ্রান্স ২১০টি ও চীন ৪৫টি বোমার পরীক্ষা চালায়। তবে সিটিবিটি চুক্তির পর ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া ১০টি পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক শক্তিধর দেশগুলো নতুন করে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে বুঝতে চাইছে যে, নতুন করে তাদের অস্ত্র তৈরির প্রয়োজন আছে কিনা। পুরাতন পারমাণবিক অস্ত্রগুলো কাজ করছে কিনা। ফেডারেল আমেরিকান বিজ্ঞানীদের তথ্যানুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়াতে। দেশটির কাছে ৫ হাজার ৪৫৯টি পারমাণবিক বোমা রয়েছে। এরপরই দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র।

কিছুদিন আগেই দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত-পাকিস্তান নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ে যা পারমাণবিক হামলার হুমকিতে রূপ নিলে তথাকথিত যুদ্ধবিরতি করতে এগিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে প্রশ্ন উঠছে তাহলে কি কোনো পরাশক্তি চাচ্ছে যে অপর কোনো পরাশক্তি পারমাণবিক হামলার বিষয়ে গুরুতর কোনো পদক্ষেপ নেয়।

ইউরোপের দিকে তাকালে দেখা যায়, রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রবল আকার ধারণ করছে বহুদিন ধরেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রে টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার কথা বললে রাশিয়া সরাসরি পারমাণবিক হামলার হুমকি দেয়।

সর্বশেষ সংবাদ

ভূমিকম্পে নিহত বেড়ে ১১, নরসিংদীতেই ৫ জন

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ওই কম্পনে সারা দেশে ১০ জনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ