spot_img

ঐকমত্য কমিশন প্রতারণা ও বিশ্বাসভঙ্গের দায়ে অভিযুক্ত: সাইফুল হক

অবশ্যই পরুন

৪৮ ঘণ্টা পরও জুলাই সনদে নতুন প্রস্তাব সংযুক্ত করার ব্যাখ্যা দেয়নি ঐকমত্য কমিশন। তারা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের দায়ে অভিযুক্ত বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাহী আদেশ বাদ দিয়ে অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন আদেশ জারি করতে পারে না। বর্তমান সংবিধানকে বাদ দেয়ার এখতিয়ার তাদের দেয়া হয়নি। ঐকমত্য কমিশন প্রস্তাবনার মধ্যে উস্কানি সৃষ্টি করেছে। তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। এই সংকট থেকে উত্তরণের পথ বের করতে হবে।

তিনি আরও বলেন, এই মুহূর্তে দুটো নির্বাচনের ঝুঁকি বাংলাদেশের নেয়া সম্ভব নয়। শেখ হাসিনার মতো কোনও কিছু চাপিয়ে দেয়ার চেষ্টা করবেন না। এ সময় জুলাই সনদে স্বাক্ষর করে দলগুলো কোনও ভুল বা অন্যায় করেনি বলে মন্তব্য করেন তিনি।

সর্বশেষ সংবাদ

ডিসেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ দল

ভারতে অনুষ্ঠিত এবারের নারী বিশ্বকাপে নিজেদের সেরাটা দিতে পারেনি বাংলাদেশ দল। তবে চলতি বছর আবারও ভারত সফরে যাচ্ছে জ্যোতি-নাহিদারা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ