spot_img

জাকির নায়েকের সম্ভাব্য সফর নিয়ে ভারতের সতর্ক বার্তা

অবশ্যই পরুন

খবর বেরিয়েছে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা ডা. জাকির নায়েক। এ নিয়ে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাও চালিয়েছে। তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, এ ব্যাপারে অবগত নয় মন্ত্রণালয়।

জাকির নায়েকের বাংলাদেশ সফরের খবর গড়িয়েছে দিল্লি পর্যন্ত। ৩০ অক্টোবর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি, তিনি যেখানেই যান না কেন, সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে।

২০১৬ সালে ভারত ছেড়ে মালয়েশিয়া পাড়ি জমান এই ইসলামিক বক্তা। এরপর থেকে সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

ডা. জাকির নায়েকের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে মামলা করে বিজেপি সরকার। এছাড়া তার বিরুদ্ধে অর্থ পাচারের মামলাও করেছে ভারত সরকার। বন্ধ করে দেয়া হয় তার পিস টিভির সম্প্রচার।

ফিরে যাওয়া প্রসঙ্গে একাধিকবার জাকির নায়েক বলেছেন, ভারতে ফিরতে চান না তিনি। সেদেশে ন্যায় বিচার পাওয়া নিয়ে তিনি শঙ্কিত।

সর্বশেষ সংবাদ

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা আসিফ মাহমুদের

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা...

এই বিভাগের অন্যান্য সংবাদ