এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে কমতে শুরু করে সবজির দাম। শীতকালীন সবজির সরবরাহ বাড়ায়, বেশিরভাগ সবজির দাম কেজিতে কমেছে ১০ থেকে ৪০ টাকা। বিক্রেতারা বলছেন, পর্যাপ্ত সরবরাহ থাকলে সবজির দাম আরও কমতে পারে। তবে চওড়া মাছ-মাংসের বাজার।
শীত আসন্ন। এরইমধ্যে সবজিতে সেজে উঠছে কাঁচাবাজার। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতাদের আনাগোনাও বাড়তি রাজধানীর বাজারেগুলো।
বাজার ঘুরে জানা গেছে, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়। এছাড়া গাজর ১০০ টাকা, মুলা ৪০-৫০ টাকা, পেপে ৩০-৪০ টাকা, ফুলকপি প্রতি পিস ৬০-৮০ টাকা ও লাউ ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজির দাম নেমে এসেছে ৫০ থেকে ৮০ টাকার মধ্যে।
বিক্রেতারা বলছেন, সরবরাহের ঘাটতি না থাকায় সবজির দাম কমেছে। আবহাওয়া ঠিক থাকলে সবজির দাম আরও কমতে পারে। এদিকে দাম কমে যাওয়ায় কিছুটায় স্বস্তিতে সবজি কিনছেন ক্রেতারা।
সবজির বাজারে দাম কমলেও চওড়া মসলা ও মুরগির দাম। গেল সপ্তাহের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগি। ক্রেতারা বলছেন, এসবের দাম কমলে কেনাকাটা আরও স্বস্তিদায়ক হবে।
অন্যদিকে, মাছের বাজার যেন আগুন। রুই, কাতল, চিংড়ি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ১২০০ টাকা কেজিতে। পাংগাস বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৫০ টাকায়।

