spot_img

নিজ শরীরে আগুন দিলেন সঙ্গীতশিল্পী নীতু, অতঃপর…

অবশ্যই পরুন

নিজ গায়ে আগুন দিয়ে নির্মমভাবে মারা গেছেন নেপালের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী নীতু পাউডেলে (৩০)। গত ২৪ অক্টোবর সকালে কীর্তিপুর হাসপাতালের নেপাল ক্লেফট অ্যান্ড বার্ন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে এ গায়িকার।

সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী, কাঠমান্ডু জেলা পুলিশ রেঞ্জের পুলিশ সুপার পবক কুমার ভট্টরাই জানিয়েছেন, নিজ শরীরে পেট্রোলে ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন গায়িকা নীতু। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। আর তার মৃত্যুর পর গায়ক বাবুল গিরিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রকাশিত বোল নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, সহশিল্পী ও দীর্ঘদিনের সঙ্গী গায়ক বাবুলের সঙ্গে দ্বন্দ্বের কারণে শরীরে আগুন দিয়েছিলেন নীতু। পরে গুরুতর অবস্থায় কীর্তিপুর বার্ন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা চলছিল তার। চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা থাকার পরও বাঁচানো সম্ভব হয়নি তাকে।

জানা গেছে, গায়কের সঙ্গে তীব্র তর্ক-বিতর্কের পর এ ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই ঘটনার আগে সোশ্যাল মিডিয়ায় একটি উদ্বেগজনক বার্তা দিয়েছিলেন তরুণী গায়িকা। সেখানে মানসিক যন্ত্রণার ইঙ্গিত দিয়েছিলেন। আর হাসপাতালের রিপোর্টে তার আঘাতের তীব্রতা উঠে এসেছে।

বাবুল ও নীতু আট বছর ধরে সম্পর্কে ছিলেন। গায়ক হিসেবে প্রতিষ্ঠিত হতে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছেন নীতু। আর্থিকভাবে সহযোগিতা এবং স্টুডিওর কারছে রেস্টুরেন্ট পরিচালনায় সহযোগিতা করেছেন। তবে সাম্প্রতিক তাদের মধ্যে ক্রমশ উত্তেজনা বাড়তে থাকে এবং স্টুডিওতে সম্পর্কের জটিলতা নিয়ে কথা চলতে থাকে।

নীতুর মর্মান্তিক এই মৃত্যুতে সঙ্গীত ইন্ডাস্ট্রিতে শোকের ছাঁয়া নেমেছে। ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও শোকাহত। এ ঘটনায় গায়ক বাবুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়েছে। পরে পুলিশ মামলা দায়ের করেছে এবং তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

ডিসেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ দল

ভারতে অনুষ্ঠিত এবারের নারী বিশ্বকাপে নিজেদের সেরাটা দিতে পারেনি বাংলাদেশ দল। তবে চলতি বছর আবারও ভারত সফরে যাচ্ছে জ্যোতি-নাহিদারা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ