দুই বছরের চেষ্টার পর সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় বিগ টিকিট লটারিতে ভাগ্য খুলল ৩১ বছর বয়সী প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ হায়দার আলীর। বিগ টিকিটের সাপ্তাহিক ড্রতে ২৪ ক্যারেটের সোনার বার জিতেছেন তিনি। এর আনুমানিক মূল্য প্রায় এক লাখ ২৫ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৪১ লাখ ৬০ হাজার ৬৯৪ টাকা)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, হায়দার গত পাঁচ বছর ধরে দেশটির আল আইনে বসবাস করছেন। সেখানে একটি বৈদ্যুতিক দোকানে কাজ করেন তিনি। তার পরিবার থাকে বাংলাদেশে।
অনেক স্বপ্নদর্শীর মতো তিনি বিক্রয় দলের ফোন কলের মাধ্যমে এ বিগ টিকিট লটারির খবর পান। এরপর থেকে নিয়মিত টিকিট কিনতে শুরু করেন, কখনো নিজের নামে কখনও বা অন্যের নামে।
গত দুই বছর ধরে তিনি এবং তার চার-পাঁচজন বন্ধুর জয়ের আশায় প্রতি মাসে অর্থ জোগাড় করে লটারিতে অংশ নিচ্ছিলেন। যখন অনুষ্ঠানের উপস্থাপক রিচার্ড লাইভ ড্র চলাকালীন খবরটি জানাতে ফোন করেন তখন হায়দার অবিশ্বাসে স্তব্ধ হয়ে যান। উপস্থাপককে তিনি প্রশ্ন করেন, ‘কত গ্রাম?’ উত্তর শুনে বলেন, ‘২৪ ক্যারেট? আচ্ছা!’
ফোনটি তার বন্ধুর হাতে তুলে দেয়ার আগে তিনি হতবাক হয়ে বলেন, এটি আসল নাকি কেবল একটি মজার কল। সোনার বারের মূল্য শুনে আলির মুখ উজ্জ্বল হয়ে ওঠে। তিনি বলেন, ‘আমি খুব খুশি। এটা বড় এক চমক।’
যদিও তিনি এখনও সিদ্ধান্ত নেননি যে তিনি কীভাবে তার অর্থ ব্যয় করবেন। এই জয় তাকে নতুন শক্তি এবং আশায় ভরিয়ে দিয়েছে বলে জানান হায়দার। বলেন, ‘এটি আমাকে প্রতি মাসে খেলা চালিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।’

